kalerkantho


অষ্টম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

ওয়াজিফা খাতুন, সহকারী প্রধান শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     চার দিন ধরে আরমানের প্রচণ্ড জ্বর। নাক ও চোখ দিয়ে পানি পড়ছে। ঘামাচির মতো লাল দানা সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

১।    আরমানের কী হয়েছে?

     ক. হাম                খ. ইনফ্লুয়েঞ্জা

     গ. যক্ষ্মা                ঘ. সর্দি-কাশি

২।    এই রোগের ভাইরাস শরীরে প্রবেশের কত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়?

     ক. ১০ দিনের            খ. ১২ দিনের

     গ. ১৪ দিনের            ঘ. ১৬ দিনের

৩।    কোন রোগে ঘাড় শক্ত হয়ে হাত বা পা অবশ হয়ে যায়?

     ক. হাম  খ. পোলিও   গ. যক্ষ্মা    ঘ. মাম্পস

৪।    কোন খাদ্য উপাদানের অভাবে গলগণ্ড হয়?

     ক. লৌহ               খ. নায়াসিন

     গ. আয়োডিন             ঘ. এমাইনো এসিড

৫।    রাতকানা রোগ প্রতিরোধে খেতে হবে—

     i. কলিজা      ii. গাজর    iii. মিষ্টি কুমড়া   

নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii               খ. i ও iii

     গ. ii ও iii               ঘ. i, ii ও iii

৬।    ভিটামিন ডি-এর অভাবে হয়—

     ক. কোয়াশিয়রকর          খ. ম্যারাসমাস

     গ. রিকেট               ঘ. গলগণ্ড

৭।    যে খনিজ লবণের অভাবে রক্তস্বল্পতা হয়?

     ক. লৌহ                খ. আয়োডিন

     গ. ক্যালসিয়াম            ঘ. ফসফরাস

 

উত্তর

১.ক ২. গ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক


মন্তব্য