kalerkantho


নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নবম ও দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রেহানা তাঁর ব্যবসায়ে ব্যবহারের জন্য ১০,০০০ টাকার আসবাবপত্র কেনেন। এরপর এটি ক্রয় হিসাবে লিপিবদ্ধ করেন।

১।    এটি রেহানার কোন ধরনের ভুল?

     ক. বে-দাখিলার ভুল  

     খ. লেখার ভুল

     গ. বাদ পড়ার ভুল   

     ঘ. নীতিগত ভুল

২।    রেহানার ভুলকে শুদ্ধ করতে ডেবিট করতে হবে কোনটি?

     ক. ক্রয় হিসাব খ. আসবাবপত্র হিসাব

     গ. অনিশ্চিত হিসাব    ঘ. সম্পদ হিসাব

৩।    ব্যবসায়ের চালিকাশক্তি কোনটি?

     ক. হিসাব    খ. জাবেদা

     গ. খতিয়ান   ঘ. নগদ অর্থ

৪।    বাট্টা প্রদান করা হয় কাকে?

     ক. বিক্রেতাকে

     খ. পাওনাদারকে

     গ. দেনাদারকে

     ঘ. ব্যাংককে

৫।    রেওয়ামিলে ডেবিট হবে—

     ক. সঞ্চিতি হিসাব    

     খ. ভাড়াপ্রাপ্তি

     গ. পাওনা বাট্টা সঞ্চিতি

     ঘ. সবগুলো

৬।    মোট ক্ষতি বিক্রয় মূল্যের ৫%। মোট ক্ষতি ১০,০০০ টাকা হলে বিক্রয় মূল্য কত?

     ক. ১,৯০,০০০ টাকা  খ. ১,৯৫,০০০ টাকা

     গ. ২,০০,০০০ টাকা  ঘ. ২,১০,০০০ টাকা

৭।    কোনটি অপরিচালন ব্যয়?

     ক. ব্যাংক চার্জ

     খ. শিক্ষানবিশ সেলামি

     গ. উপভাড়া  

     ঘ. বাট্টা

৮।    আইএএস-১ অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টি?

     ক. ২টি     খ. ৩টি 

     গ. ৪টি      ঘ. ৫টি

     নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ১০,০০০ ইট তৈরির জন্য ১৫,০০০ টাকার মাটি ক্রয় করা হয়। মাটি আনার জন্য ৫,০০০ টাকার ট্রাক ভাড়া প্রদান করে। মাটি ছানা করার জন্য ২,০০০ টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ৭,০০০ টাকা খরচ হয়।

৯।    ইট তৈরির মুখ্য ব্যয় কত?

     ক. ১২,০০০ টাকা

     খ. ১৫,০০০ টাকা

     গ. ২৭,০০০ টাকা   

     ঘ. ৩২,০০০ টাকা

১০।   প্রতিটি ইটের উত্পাদন ব্যয় কত?

     ক. ২.০০    খ. ২.৫০

     গ. ২.৯০     ঘ. ৩.০০

১১।   বিক্রয় মূল্য নির্ণয়ে প্রয়োজন পড়ে—

     i. পরিবহন

     ii. বহিঃপরিবহন

     iii. প্রত্যাশিত মুনাফা

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii      খ. i, iii 

     গ. ii, iii     

     ঘ. i, ii ও iii

১২।   মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় = কী?

     ক. কারখানা ব্যয়    

     খ. উত্পাদন ব্যয়

     গ. মোট ব্যয়

     ঘ. মোট লাভ

১৩।   পারিবারিক আয়ের কত শতাংশ খাদ্য খাতে ব্যয় করা হয়?

     ক. ১৫% - ২০%   

     খ. ২০% - ২৫%

     গ. ২৫% - ৩০%   

     ঘ. ২০% - ৩০%

১৪।   কোনটি জমা-খরচের বই?

     ক. প্রাপ্তি প্রদান হিসাব খ. আয়-ব্যয় হিসাব

     গ. আর্থিক বিবরণী    ঘ. সংক্ষিপ্তসার

১৫। পারিবারিক আয়-ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে?

     ক. পারিবারিক হিসাব  খ. পারিবারিক তহবিল

     গ. পারিবারিক বাজেট  ঘ. পারিবারিক সচ্ছলতা

১৬।   বিপরীত দাখিলা হচ্ছে—

     i. নগদ অর্থ ব্যাংকে জমাদান

     ii. ব্যাংক হতে উত্তোলন

     iii. দেনাদারের নিকট হতে চেক পেয়েই ব্যাংকে জমাদান।

     নিচের কোনটি  সঠিক?

     ক. i, ii           

     খ. i, iii

     গ. ii, iii    

     ঘ. i, ii ও iii

১৭।   তিন ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয়—

     ক. ক্রয় বাট্টা 

     খ. বিক্রয় বাট্টা

     গ. প্রদত্ত বাট্টা

     ঘ. কারবারি বাট্টা

১৮।   প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় — সমাপনী মজুদ = ?

     ক. নিট ক্রয়  

     খ. নিট বিক্রয়

     গ. বিক্রীত পণ্যের ব্যয় 

     ঘ. সমন্বিত ক্রয়

১৯।   রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে—

     i. প্রদত্ত ঋণের সুদ

     ii. গৃহীত ঋণের সুদ

     iii. ব্যাংক জমার সুদ

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii

     খ. i, iii

     গ. ii, iii    

     ঘ. i, ii ও iii

২০।   ১৫০ টাকার একটি লেনদেনকে ভুলে ১৫ টাকা লেখা হলো, এটা কোন ধরনের ভুল?

     ক. লেখার ভুল

     খ.নীতিগত ভুল

     গ. রীতিগত ভুল

     ঘ. পরিপূরক ভুল

২১।   দীর্ঘমেয়াদি দায় হলো—

     i. ঋণপত্র

     ii. বন্ধকী ঋণ

     iii. মূলধন

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii           

     খ. i, iii

     গ. ii, iii    

     ঘ. i, ii ও iii

২২।   কাঁচামাল কত প্রকার?

     ক. ৫ প্রকার  

     খ. ৪ প্রকার

     গ. ৩ প্রকার  

     ঘ. ২ প্রকার

২৩।   কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

     ক. ডক চার্জ  

     খ. ক্রয় পরিবহন

     গ. বিক্রয় পরিবহন   

     ঘ. শুল্ক

২৪।   ব্যবসায়িক পণ্যের জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ?

     ক. ডিজাইন  

     খ. সঠিক মূল্য নির্ধারণ

     গ. বেশি লাভে বিক্রয়  

     ঘ. মজুদ বৃদ্ধিকরণ

২৫।   পরিবারের বস্ত্র খাতে আয়ের কত শতাংশ ব্যয় করা হয়?

     ক. ৫%-১০%

     খ. ১০%-২০%

     গ. ২৩%-৩০%    

     ঘ. ২০%-৪০%

     নিচের তথ্যের ভিত্তিতে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জনাব হাবিব ১২,০০০ টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২০১৪ সালে তাঁর পরিবারের অন্য লেনদেনগুলো নিম্নরূপ :

     খাদ্যসামগ্রী ক্রয় ৪০,০০০ টাকা, পৌরকর ৫,০০০ টাকা, খবরের কাগজ বিল ১,০০০ টাকা, ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা ১০,০০০ টাকা।

২৬।   জনাব হাবিবের বার্ষিক আয়ের পরিমাণ কত?

     ক. ১২,০০০ টাকা   

     খ. ১৪৪,০০০ টাকা

     গ. ১২০,০০০ টাকা  

     ঘ. ১১০,০০০ টাকা

২৭।   জনাব হাবিবের বার্ষিক ব্যয়ের পরিমাণ কত?

     ক. ৪০,০০০ টাকা   

     খ. ৪৫,০০০ টাকা

     গ. ৪৬,০০০ টাকা   

     ঘ. ৫৬,০০০ টাকা

২৮।   সঞ্চিতি বা রিজার্ভ কোন ধরনের হিসাব?

     ক. সম্পদ হিসাব    

     খ. দায় হিসাব

     গ. ব্যয় হিসাব

     ঘ. মালিকানাস্বত্ব হিসাব

২৯।   ক্যালকুলেটর ক্রয় ৫০০ টাকা, এ ক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট করতে হবে?

     ক. অফিস সরঞ্জাম হিসাব

     খ. মনিহারি হিসাব

     গ. অফিস সাপ্লাইজ হিসাব    

     ঘ. যন্ত্রপাতি হিসাব

৩০।   গ্যাস, পানি, বিদ্যুৎ ও টেলিফোন ব্যয়কে কোন হিসাবের অধীনে লেখা হয়?

     ক. বিবিধ হিসাব খ. ডাক ও তার

     গ. সেবা হিসাব ঘ. উপযোগ হিসাব

৩১।   বিক্রীত পণ্য ক্রেতা কর্তৃক ফেরত দেওয়া হয়, তখন এটি লিপিবদ্ধ হয়—

     ক. নগদান বই

     খ. সাধারণ জাবেদায়

     গ. খতিয়ান  

     ঘ. বিক্রয়-ফেরত জাবেদায়

৩২।   ক্রয় জাবেদায় কলাম সংখ্যা কয়টি?

     ক. ৬টি

     খ. ৭টি

     গ. ৮টি

     ঘ. ৯টি

     নিচের তথ্যের ভিত্তিতে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     কেয়া ব্রাদার্স থেকে ৮.৫০ টাকা কেজি দরে ৫০ কুইন্টাল গম ক্রয় করেন। এতে গাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় ৫০০ টাকা। এ ক্ষেত্রে কারবারি বাট্টা ৫%।

৩৩।   উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে গমের ক্রয়মূল্যের পরিমাণ কত?

     ক. ৪০,৮৫০ টাকা   

     খ. ৪০,৩৭৫ টাকা

     গ. ৪০,৯০০ টাকা   

     ঘ. ৪০,৮৭৫ টাকা

৩৪।   কারবারি বাট্টার পরিমাণ কত?

     ক. ৪,২৫০ টাকা    

     খ. ২,১০০ টাকা

     গ. ২,১২৫ টাকা    

     ঘ. ২,১৫০ টাকা

৩৫।   লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?

     ক. দুই তরফা দাখিলা

     খ. খতিয়ান

     গ. জাবেদা  

     ঘ. উদ্বৃত্তপত্র

৩৬।   হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?

     ক. সমতাপ্রাপ্ত

     খ. হিসাব

     গ. জের টানা  ’

     ঘ. উত্তোলন

৩৭।   ব্যবসায়ের মূল খতিয়ান বই কোনটি?

     ক. ব্যক্তিবাচক খতিয়ান

     খ. অব্যক্তিবাচক খতিয়ান

     গ. পাওনাদার খতিয়ান 

     ঘ. দেনাদার খতিয়ান

৩৮।   ব্যাংকে যিনি হিসাব খোলেন তিনি—

     ক. গ্রাহক   

     খ. আমানতকারী

     গ. ব্যাংকার  

     ঘ. সরবরাহকারী

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. গ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. গ ৩৭. ক ৩৮. খ


মন্তব্য