kalerkantho


অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

মো. আসাদুজ্জামান, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১।    ২০১২-১৩ অর্থবছরে পোশাক রপ্তানি করে কত আয় হয়?

     ক. ৭,০৮০ মিলিয়ন ডলার    

     খ. ৮,০৯০ মিলিয়ন ডলার   

     গ. ৯,০৮০ মিলিয়ন ডলার   

     ঘ. ৮,০৭০ মিলিয়ন ডলার

২।    বাংলাদেশের প্রথম চিনিকল কোন জেলায় প্রতিষ্ঠিত?

ক. রাজশাহী

খ. নাটোর     

গ. সিলেট   

ঘ. কুষ্টিয়া

৩।    বাংলাদেশের প্রথম চিনিকল কোথায় স্থাপিত?

ক. দর্শনা   

খ. গোপালপুর     

গ. ঈশ্বরদী  

ঘ. নারায়ণগঞ্জ

৪।    গোপালপুর চিনিকল কত সালে স্থাপিত হয়?

ক. ১৯২০ সালে

খ. ১৯৩০ সালে   

গ. ১৯৩৩ সালে

ঘ. ১৯২০ সালে

৫।    বাংলাদেশে বর্তমানে চিনিকলের সংখ্যা কতটি?

     ক. ১২টি    খ. ১৫টি   

     গ. ১৭টি    ঘ. ১৯টি

৬।    বাংলাদেশে বর্তমানে কোন শিল্পটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে?

ক. পোশাক  

খ. ওষুধ

গ. চিনি    

ঘ. কাগজ

৭।    বাংলাদেশে প্রথম কাগজকল কখন প্রতিষ্ঠা করা হয়?

ক. ১৯৫৩ সালে

খ. ১৯৪৩ সালে  

গ. ১৯৩৩ সালে

ঘ. ১৯৬৩ সালে

৮।    দেশের প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয়?

ক. নাটোর   

খ. নারায়ণগঞ্জ   

গ. চন্দ্রঘোনা

ঘ. কুমিল্লা

৯।    বাংলাদেশে নিউজপ্রিন্ট কাগজকল কোথায় অবস্থিত?

ক. রাজশাহী       

খ. নাটোর   

গ. সিলেট        

ঘ. খুলনা

১০।   ইউনেসকোর কার্যাবলির অন্তর্ভুক্ত নয়—

     i. বাণিজ্য

     ii. বিজ্ঞান

     iii. কূটনীতি

ক. i ও ii   

খ. i ও iii

গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

১১।   বিশ্বখাদ্য সংস্থার কার্যাবলি হলো—

     i. খাদ্য নিরাপত্তা গড়ে তোলা

     ii. কৃষি উন্নয়ন

     iii. দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে সহায়তা

ক. i ও ii   

খ. i ও iii

গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

১২।   জোট নিরপক্ষে আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন—

     i. জোসেফ টিটো

     ii. জওয়াহেরলাল নেহরু

     iii. গামাল আবদেল নাসের

ক. i ও ii   

খ. i ও iii

গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

১৩।   জোট নিরপেক্ষ আন্দোলনে যেসব দেশ উদ্যোগী হয়েছিল—

     i. ব্রাজিল

     ii. মিসর

     iii. যুগোস্লাভিয়া

ক. i ও ii   

খ. i ও iii

গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

১৪।   নিচের যে জোটের মধ্যে স্নায়ুযুদ্ধ ছিল—

     i. ন্যাটো

     ii. আরব লিগ

     iii. ওয়ারশ

     ক. i ও ii   

খ. i ও iii

গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

১৫।   ইসলামী সম্মেলন সংস্থার জন্য যে তথ্যগুলো প্রযোজ্য—

     i. সদর দপ্তর জেদ্দা

     ii. সদস্য ৫৩

     iii. ১৯৬৯ সালে প্রতিষ্ঠা

     ক. i ও ii   

খ. i ও iii

গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

১৬।   বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতিধারা বোঝা যাবে—

     i. জিডিপিতে বৃদ্ধি বা কমা দেখে

     ii. জিএনপির বৃদ্ধি বা কমা দেখে

     iii. জিএনআইয়ের বৃদ্ধি বা কমা দেখে

     নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii   

খ. i ও iii

গ. ii ও iii  

ঘ. i, ii ও iii

১৭।   বিদ্যুৎ, গ্যাস, পানি কোন খাতের অন্তর্ভুক্ত?

     ক. সেবা খাত      

     খ. কৃষি ও বনজ     

     গ. শিল্প খাত      

     ঘ. সংরক্ষণ ও যোগাযোগ

 

উত্তরগুলো মিলিয়ে নাও

 

১. খ ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. খ

১৬ ঘ ১৭. গ

 


মন্তব্য