kalerkantho


সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রবন্ধ : রোকেয়া সাখাওয়াত হোসেন

সেলিনা হোসেন

 

১।    রোকেয়া ভাগলপুরে কার নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন?

     ক. বোনের  

     খ. স্বামীর

     গ. বাবার   

     ঘ. ভাইয়ের

২।    রোকেয়ার সাহিত্য রচনাগুলো কাদের দৃষ্টি আকর্ষণ করে?

     ক. সুধীমহলের     

     খ. রাজনীতিবিদদের

     গ. সাংবাদিকদের    

     ঘ. অর্থনীতিবিদদের

৩।    রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি?

     ক. পাঁচটি    খ. সাতটি   

     গ. দশটি     ঘ. বারোটি

৪।    বেগম রোকেয়া কবে মৃত্যুবরণ করেন?

     ক. ১৯২৯ সালের ৯ ডিসেম্বর

     খ. ১৯৩৫ সালের ৯ ডিসেম্বর

     গ. ১৯৩১ সালের ৯ ডিসেম্বর

     ঘ. ১৯৩২ সালের ৯ ডিসেম্বর

৫।    বেগম রোকেয়া কয়ভাবে নারীমুক্তির পথ দেখিয়েছেন?

     ক. দুই      খ. তিন    

     গ. চার ঘ. পাঁচ

৬।    বেগম রোকেয়ার সময়ে সমাজে নারীদের অবস্থান কেমন ছিল?

     ক. শোচনীয়  

     খ. খুবই শোচনীয়

     গ. ভালো   

     ঘ. খুবই ভালো

৭।    ‘লা খেরাজ’ শব্দের অর্থ কী?

ক. প্রচুর    

খ. প্রচণ্ড

গ. নিষ্কর   

ঘ. খুব দুঃখজনক

৮।    ‘অগ্রদূত’ শব্দের অর্থ কী?

     ক. যে পথে এগিয়ে থাকে

     খ. যে পথ দেখায়

     গ. যে পথে পিছিয়ে থাকে

     ঘ. যে মাঝামাঝি থাকে

৯।    রোকেয়া সম্পর্কে বলা যায়—

     i. তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত

     ii. তিনি বিশিষ্ট প্রাবন্ধিক

     iii. তিনি উপমহাদেশের প্রথম নারীবাদী

     নিচের কোনটি সঠিক?

 ক. i ও ii       

 খ. i ও iii

 গ. ii ও iii

 ঘ. i, ii ও iii

১০।   বেগম রোকেয়ার সময়ে বাঙালিরা পিছিয়ে ছিল—

     i. শিক্ষা-দীক্ষায়    

     ii. চাকরির ক্ষেত্রে

     iii. সামাজিক প্রতিষ্ঠায়

     নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ

৭. গ ৮. খ ৯. ঘ  ১০. ঘ


মন্তব্য