kalerkantho


একাদশ-দ্বাদশ শ্রেণি : অর্থনীতি দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

মো. নিজাম খান, সহযোগী অধ্যাপক আযম খান সরকারি কমার্স কলেজ খুলনা   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০একাদশ-দ্বাদশ শ্রেণি : অর্থনীতি দ্বিতীয় পত্র

তৃতীয় অধ্যায়

 

বাংলাদেশের শিল্প

 

 

১।    মাইক্রো শিল্প কতজন শ্রমিক নিয়ে গঠিত হয়?

     ক. ১০-২৪ জন    

খ. ১০-২৫ জন

     গ. ১-৯৯ জন

ঘ. ২-৫০ জন

২।    এ দেশের প্রায় সব ক্ষুদ্র ও কুটির শিল্প কোন মালিকানাধীনে পরিচালিত হচ্ছে?

     ক. সরকারি মালিকানাধীনে    

     খ. যৌথ মালিকানাধীনে

     গ. করপোরেশনের অধীনে    

     ঘ. ব্যক্তিমালিকানাধীনে

৩।    বাংলাদেশে কতটি পোশাক তৈরির কারখানা আছে?

     ক. ৫০০০টি 

খ. ৩৫০০টি

     গ. ২৪০০টি  

ঘ. ২০০০টি

৪।    বাংলাদেশ চা উৎপাদনের দিক থেকে কততম?

     ক. চতুর্থ    

খ. পঞ্চম

     গ. সপ্তম    

ঘ. অষ্টম

৫।    বাংলাদেশের অর্থনীতিতে কত প্রকার শিল্প রয়েছে?

     ক. দুই     

খ. তিন

     গ. চার

ঘ. পাঁচ

৬।    আমাদের দেশে প্রথম স্থাপিত পাটকল কোনটি?

     ক. কওমী জুট মিল   

     খ. নর্থবেঙ্গল জুট মিল

     গ. আদমজী জুট মিল  

     ঘ. জুবলী জুট মিল

৭।    বাংলাদেশে কোন শিল্পের অভাব রয়েছে?

     ক. আমদানিমুখী    

     খ. রপ্তানিমুখী

     গ. ক্ষুদ্র    

     ঘ. কুটির

৮।    ‘পাট’কে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। কারণ—

     i. প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়

     ii. এ শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে

     iii. পাটজাত দ্রব্যের চাহিদা বিশ্বব্যাপী

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

৯।    বাংলাদেশের বস্ত্র শিল্পের যেসব সমস্যা দেখা যায়, তা হলো—

     i. কাঁচামালের অভাব

     ii. মূলধনের অভাব

     iii. শ্রমিকের অসন্তোষ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

১০।   চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প, কারণ—

     i. মোট রপ্তানি আয়ের ২৫% এ শিল্প থেকে আসে

     ii. প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়

     iii. বিশ্বে চামড়াজাত দ্রব্যের চাহিদা ব্যাপক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

১১।   সংরক্ষিত শিল্প হলো—

     i. অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি

     ii. পারমাণবিক শক্তি

     iii. সিকিউরিটি প্রিন্টিং ও টাঁকশাল

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

১২।   সাধারণত শিল্প খাত বলতে কোন খাতকে বোঝায়?

     ক. কৃষি খাত 

     খ. উত্তোলন খাত

     গ. ম্যানুফ্যাকচারিং খাত

     ঘ. বিদ্যুৎ ও জ্বালানি খাত

১৩।   নিচের কোনটি কুটির শিল্প?

     ক. পাট শিল্প 

     খ. প্লাস্টিক শিল্প

     গ. মৃিশল্প  

     ঘ. সাইকেল শিল্প

১৪।   শিল্পনীতি-২০১০ অনুযায়ী, ওই শিল্পই হলো ক্ষুদ্র শিল্প, যেগুলোতে—

     ক. ৫ থেকে ১৫ জন শ্রমিক কাজ করে   

     খ. ১০ থেকে ১৪ জন শ্রমিক কাজ করে

     গ. ১০ থেকে ২০ জন শ্রমিক কাজ করে  

     ঘ. ৮ থেকে ২২ জন শ্রমিক কাজ করে

১৫।   শিল্পনীতি-২০১০ অনুসারে যেসব শিল্পে ১০০ থেকে ২৫০ জন শ্রমিক নিয়োজিত আছে, সেগুলো হলো—

     ক. ক্ষুদ্র শিল্প 

     খ. অতি ক্ষুদ্র শিল্প

     গ. মাঝারি শিল্প    

     ঘ. বৃহৎ শিল্প

১৬।   বাংলাদেশে কতটি চা বাগান আছে?

     ক. ১৩০টি    খ. ১৪২টি

     গ. ১৫৮টি    ঘ. ১৭২টি

১৭।   পরিবারের সদস্যদের সহযোগিতায় যে শিল্প পরিচালিত হয় তাকে কী শিল্প বলে?

     ক. অতি ক্ষুদ্র শিল্প   

     খ. ক্ষুদ্র শিল্প

     গ. কুটির শিল্প     

     ঘ. মাঝারি শিল্প

১৮।   পাট, বস্ত্র, চিনি, কাগজ ইত্যাদি সবই কোন পণ্যের শিল্প?

     ক. কৃষিপণ্যের

     খ. ভোগ্য পণ্যের    

     গ. মূলধন পণ্যের    

     ঘ. রপ্তানিমুখী পণ্যের

১৯।   কোন ধরনের শিল্পে কর্মসংস্থান কম হয়?

     ক. বৃহৎ শিল্পে

     খ. মাঝারি শিল্পে

     গ. ক্ষুদ্র শিল্পে

     ঘ. হাইটেক শিল্পে

২০।   যে শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে বিবেচিত হয় তা কোন শিল্পের অন্তর্গত?

     ক. অগ্রাধিকার শিল্প  

     খ. নিয়ন্ত্রিত শিল্প

     গ. সংরক্ষিত শিল্প   

     ঘ. হাইটেক শিল্প

২১।   বিশ্বব্যাপী পাটের চাহিদা হ্রাসের অন্যতম কারণ কোনটি?

     ক. পাটের নিম্নমান   

     খ. পাটের স্বল্প জোগান

     গ. পাটের উচ্চমূল্য   

     ঘ. সিনথেটিক ফাইবার উৎপাদন

২২।   বাংলাদেশে কোন সালে পোশাকশিল্পের অগ্রযাত্রা শুরু হয়?

     ক. ১৯৭৪ সালে     

     খ. ১৯৭৬ সালে

     গ. ১৯৭৮ সালে

     ঘ. ১৯৮০ সালে

২৩।   PPP কী?

     ক. পাবলিক প্রাইভেট প্রজেক্ট   

     খ. প্রজেক্ট পাবলিক প্রাইভেট

গ. পাবলিক প্রাইভেট পার্টনারশিপ

     ঘ. প্রাইভেট পাবলিক পার্টনারশিপ

২৪।   কী করার জন্য পিপিপি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে?

     ক. বেসরকারি খাতে বিদেশি পুঁজি আকৃষ্ট করার জন্য

     খ. উচ্চ হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জনের জন্য

     গ. উন্নয়ন বাজেটের বিপুল ঘাটতি পূরণের জন্য

     ঘ. অর্থনীতিতে বৃহৎ ধাক্কা সৃষ্টির জন্য

২৫।   পোশাকশিল্পের কাঁচামাল হলো—

     i. কাপড় ও তুলা

     ii. সুই ও সুতা

     iii. বোতাম ও জিপার

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

২৬।   বাংলাদেশের আমদানি বিকল্প শিল্পায়নের গুরুত্ব হলো—

     i. শিল্প খাতের বিকেন্দ্রীকরণ

     ii. বাণিজ্যে ঘাটতি হ্রাস

     iii. আমদানি হ্রাস ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

২৭।   PPP-তে নিম্নলিখিত পক্ষগুলো জড়িত—

     i. বেসরকারি উদ্যোক্তাগণ

     ii. সরকার

     iii. বিদেশি বিনিয়োগকারীগণ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

     খ. i ও iii

     গ. ii ও iii  

     ঘ. i, ii ও iii

২৮।   বর্তমানে বাংলাদেশের বড়-ছোট মিলিয়ে পোশাক কারখানার মোট সংখ্যা—

     ক. প্রায় তিন হাজার  

     খ. প্রায় চার হাজার

     গ. প্রায় পাঁচ হাজার

     ঘ. প্রায় ছয় হাজার

২৯।   ভোক্তাদের বহুমুখী চাহিদা পূরণ করে কোন শিল্প?

     ক. কুটির   

খ. ক্ষুদ্র

     গ. বৃহৎ    

ঘ. মাঝারি

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ

৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. গ

১২. গ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. ঘ ২৭. ঘ ২৮. গ ২৯. খ


মন্তব্য