kalerkantho


ষষ্ঠ শ্রেণি : গার্হস্থ্য বিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

ওয়াজিফা খাতুন,সহকারী প্রধান শিক্ষক,বিএএফ শাহীন কলেজ,কুর্মিটোলা, ঢাকা   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০অনুচ্ছেদটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শাহিদা বেগমের ছেলে জুন মাসে অর্ধবার্ষিক পরীক্ষা দেবে। ছেলের পরীক্ষার ভালো ফলাফলের জন্য চেষ্টা করছেন।

১।   শাহিদা বেগমকে ছেলের ভালো ফলাফলের জন্য সর্বপ্রথম কোন পদক্ষেপ নিতে হবে?

     ক. পরিকল্পনা খ. নিয়ন্ত্রণ

     গ. মূল্যায়ন   ঘ. সিদ্ধান্ত

২।   ছেলে ভালোভাবে লেখাপড়া করছে কি না তা পর্যবেক্ষণ করা হলো—

     ক. পরিকল্পনা খ. নিয়ন্ত্রণ

     গ. মূল্যায়ন   ঘ. সিদ্ধান্ত গ্রহণ

৩।   গৃহব্যবস্থাপনার ধারাবাহিক কর্মসমষ্টির প্রথম ধাপ—

     ক. পরিকল্পনা খ. নিয়ন্ত্রণ

     গ. মূল্যায়ন   ঘ. সিদ্ধান্ত গ্রহণ

৪।  যেকোনো কাজের মূলভিত্তি হলো—

     ক. পরিকল্পনা খ. সংগঠন

     গ. নিয়ন্ত্রণ    ঘ. মূল্যায়ন

৫। কোন কাজের পর কোন কাজ করব, কখন কিভাবে করব তা ঠিক করে নেওয়াটাই হলো—

     ক. পরিকল্পনা       খ. নিয়ন্ত্রণ

     গ. মূল্যায়ন        ঘ. সিদ্ধান্ত গ্রহণ

৬।   যে কাজ পরিকল্পনার মাধ্যমে করা হয় না তাকে বলা হয়—

     ক. পরিকল্পিত কাজ  

     খ. অপরিকল্পিত কাজ

     গ. নিয়ন্ত্রিত কাজ

     ঘ. অনিয়ন্ত্রিত কাজ

৭।   পরিকল্পিত কাজের সুবিধা হলো—

     i. সময়মতো কাজ শেষ হয়

     ii. বিশৃঙ্খলা দেখা যায় না

     iii. টাকা-পয়সার সঠিক ব্যবহার হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii      খ. i ও iii

     গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৮।   যেকোনো কাজের অনেক উপায় থাকে। সবচেয়ে ভালোটা বেছে নেওয়াকে বলা হয়—

     ক. পরিকল্পনা

খ. নিয়ন্ত্রণ

     গ. মূল্যায়ন  

     ঘ. সিদ্ধান্ত গ্রহণ

 

     নিচের উদ্দীপকটি পড়ে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     আনিস কম্পিউটার, টিভি দেখে দিনের অনেকটা সময় ব্যয় করে। এ ছাড়া সে প্রচুর খেলাধুলা করে। জীবনের লক্ষ্য অর্জনে তার কোনো পরিকল্পনা নেই। ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে।

৯।   আনিসের এ ধরনের কাজ হলো—

     ক. পরিকল্পিত কাজ  

     খ. অপরিকল্পিত কাজ

     গ. নিয়ন্ত্রিত কাজ

     ঘ. অনিয়ন্ত্রিত কাজ

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ  ২. খ  ৩. ক  ৪. ক  ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ  ৯. খ


মন্তব্য