kalerkantho


পঞ্চম শ্রেণি : বিজ্ঞান

পাঠ প্রস্তুতি

দিলারা ইয়াছমীন,সহকারী শিক্ষক,আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০দ্বিতীয় অধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১।   বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?

     ক. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি

     খ. কলকারখানার বর্জ্য

     গ. যানবাহনের ব্যবহার

     ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

     উত্তর : জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

২।   নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?

     ক. কীটনাশকের ব্যবহার

     খ. বৃষ্টির পানি জমে যাওয়া

     গ. ইটের ভাটায় ইট পেড়ানো

     ঘ. রাসায়নিক সার ব্যবহার

     উত্তর : ইটের ভাটায় ইট পেড়ানো

৩।   বায়ুদূষণের ফলে কোনটি ঘটে?

     ক. দাবানল  

     খ. ডায়রিয়া

     গ. এসিড বৃষ্টি

     ঘ. ঘুমে ব্যাঘাত

     উত্তর : এসিড বৃষ্টি

৪।   মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?

     ক. বায়ুদূষণ

     খ. মাটিদূষণ

     গ. পানিদূষণ

     ঘ. শব্দদূষণ

     উত্তর : শব্দদূষণ

৫।   নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?

     ক. গাছপালা  খ. বালি

     গ. পাম অয়েল

     ঘ. প্রাকৃতিক গ্যাস

     উত্তর : প্রাকৃতিক গ্যাস

৬।   মাটিদূষণের ক্ষতিকর প্রভাব কোনটি?

     ক. তাপমাত্রা বৃদ্ধি

     খ. এসিড বৃষ্টি

     গ. ডায়রিয়া

     ঘ. জমির উর্বরতা নষ্ট

     উত্তর : জমির উর্বরতা নষ্ট

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

     প্রশ্ন : পরিবেশদূষণ কী?

     উত্তর : পরিবেশদূষণ : পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন তাকে পরিবেশদূষণ বলে

     প্রশ্ন : বায়ুদূষণের ফলে কী হয়?

     উত্তর : বায়ুদূষণের ফলে—

     i. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়

     ii. এসিড বৃষ্টি হয়

     iii. মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগ হয়

     প্রশ্ন : চার ধরনের পরিবেশদূষণ কী কী?

     উত্তর : চার ধরনের পরিবেশদূষণ হলো—

     i. বায়ুদূষণ, রর. পানিদূষণ, ররর. মাটিদূষণ ও রা. শব্দদূষণ

     প্রশ্ন : পরিবেশদূষণের উৎসসমূহ কী?

     উত্তর : পরিবেশদূষণের প্রধান উৎস হলো—শিল্প-কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জ্বালানি, যেমন—তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার।

     প্রশ্ন : বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা কী?

     উত্তর : বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো—পরিবেশদূষণ।

     প্রশ্ন : বায়ুদূষণের প্রধান কারণ কী?

     উত্তর : যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুদূষণের প্রধান কারণ।

     প্রশ্ন : বায়ুদূষণের কারণে মানুষের কী কী ধরনের রোগ হয়?

     উত্তর : বায়ুদূষণের কারণে মানুষের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হয়।

     প্রশ্ন : পানিদূষণের কারণে মানুষের কী কী রোগ হয়ে থাকে?

     উত্তর : পানিদূষণের কারণে মানুষের কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এবং বিভিন্ন চর্মরোগ হয়ে থাকে।

 

কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর

     প্রশ্ন : শব্দদূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো, তা পাঁচটি বাক্যে লেখো।

     উত্তর : শব্দদূষণ রোধে আমি যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলো—

     i. উচ্চস্বরে গান বাজাব না।

     ii. গাড়ির চালককে অকারণে হর্ন বাজাতে নিষেধ করব।

     iii. শ্রেণিকক্ষে গোলমাল করব না।

     iv. আতশবাজি ও পটকা ফুটাব না।

    v. শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে সচেতন করব।

     প্রশ্ন : মাটিদূষণের ৫টি কারণ লেখো।

     উত্তর : মাটিদূষণের ৫টি কারণ হলো—

     i. কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার।

     ii. বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থালি বর্জ্য যেখানে-সেখানে ফেলা।

     iii. হাসপাতালের বর্জ্য সরাসরি মাটিতে ফেলা।

     iv. কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে নিষ্কাশন।

     v. বিভিন্ন দুর্ঘটনায় মাটিতে তেল নিঃসরণ।


মন্তব্য