kalerkantho


এইচএসসি প্রস্তুতি : ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা

বহু নির্বাচনী প্রশ্ন

মো. মাজেদুল হক খান,প্রভাষক,রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০১।   নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?

     ক. আমানত সংগ্রহ  

     খ. ঋণ নিয়ন্ত্রণ

     গ. বিল বাট্টাকরণ    ঘ. বিনিয়োগ

২।   কেন্দ্রীয় ব্যাংককে কী বলা যায়?

     ক. অর্থের ধারক ও ঋণের ব্যবসায়ী

     খ. মুদ্রা নিয়ন্ত্রক ও আমানতকারী

     গ. মুদ্রা প্রবর্তক ও ঋণ নিয়ন্ত্রণকারী

     ঘ. মুদ্রা প্রবর্তক ও আমানতকারী

৩।   ব্যাংকনোট প্রচলন করে কে?

     ক. সরকার  

     খ. কেন্দ্রীয় ব্যাংক   

     গ. অর্থ মন্ত্রণালয়    

     ঘ. বাণিজ্যিক ব্যাংক

৪।   নিকাশঘরের প্রধান কাজ কোনটি?

     ক. আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি

     খ. ঋণ নিয়ন্ত্রণ

     গ. ব্যাংকের বিবাদ নিষ্পত্তি

     ঘ. নোট ইস্যু

৫।   কেন্দ্রীয় ব্যাংক গঠনের উদ্দেশ্য নয় কোনটি?

     ক. নোট প্রচলন

     খ. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

     গ. জনগণকে ঋণদান

     ঘ. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ

৬।   প্রথম কেন্দ্রীয় ব্যাংকটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

     ক. ইংল্যান্ডে  খ. যুক্তরাষ্ট্রে

     গ. ইতালিতে  ঘ. জাপানে

৭।   সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মক্কেল কারা?

     i. সরকার  

     ii. জনসাধারণ

     iii. বাণিজ্যিক ব্যাংক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii

     গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৮।   কোথায় সর্বপ্রথম নিকাশঘর ব্যবস্থার প্রচলন ঘটে?

     ক. লন্ডনে    খ. ভেনিসে

     গ. জেনেভায়  ঘ. ইতালিতে

৯।   তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তাদের কার্যাবলি পেশ করবে কখন?

     ক. বছরে ১ বার     খ. মাসে ১ বার

     গ. মাসে ২ বার     ঘ. সপ্তাহান্তে

১০।  ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?

     ক. যুক্তরাজ্য খ. সুইডেন

     গ. যুক্তরাষ্ট্র   ঘ. জার্মানি

১১।  ‘কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল’—এ কথাটি কে বলেছেন?

     ক. অধ্যাপক হট্রে   

     খ. ক্রাউথার

     গ. আর পি কেন্ট

     ঘ. অধ্যাপক আর এস সেয়ার্স

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক


মন্তব্য