kalerkantho


এইচএসসি প্রস্তুতি : সমাজবিজ্ঞান প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

আবুল কালাম আল মাহমুদ, প্রভাষক, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল   

১ এপ্রিল, ২০১৬ ০০:০০১।   সমাজে বসবাসরত মানুষের স্বীকৃতি ব্যবহার প্রণালি বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য?

     ক. লোকাচার  খ. আচরণ

     গ. অভ্যাস   ঘ. প্রথা

২।   কোনটি ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ?

     ক. রাজনীতি  খ. ধর্ম

     গ. আইন     ঘ. লোকাচার

৩।   কোনটি সামাজিক চুক্তি?

     ক. আনুষ্ঠানিকতা     খ. বন্ধুত্ব

     গ. বিবাহ    ঘ. জাতি

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     সমাজসেবামূলক গবেষণায় জামাল সাহেব বলেন, মানবসমাজের যেকোনো অংশের পরিবর্তনকেই সামাজিক পরিবর্তন বলা যায়। সামাজিক পরিবর্তনের অর্থ মানুষের জীবনযাত্রা প্রণালির পরিবর্তন।

৪।   জামাল সাহেবের মতে, সামাজিক পরিবর্তন হলো সমাজব্যবস্থার পরিবর্তন। তার এ বক্তব্যের সঙ্গে কোন তাত্ত্বিকের বক্তব্যের মিল রয়েছে?

     ক. নিমকফ  

     খ. মবিস জিন্সবার্গ   

     গ. রস

     ঘ. কিংসলে ডেভিস

৫।   উদ্দীপকটির আলোকে বলা যায়, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হলো—

     ক. এটি রাজনৈতিক পরিবর্তনের সমান

     খ. এটি ভৌগোলিক পরিবর্তনের সমানভাবে হয়

     গ. এটি ভৌগোলিক পরিবর্তনের তুলনায় দ্রুত

     ঘ. এটি ভৌগোলিক পরিবর্তনের তুলনায় শ্লথ

৬।   ‘এ বন্ধন সংশ্লিষ্ট পুরুষ ও নারীকে স্বামী ও স্ত্রীর মর্যাদা প্রদান করে’—বাক্যটিতে কোন বন্ধনের কথা বোঝানো হয়েছে?

     ক. যুগল বন্ধন

     খ. সামাজিক বন্ধন

     গ. পারিবারিক বন্ধন

     ঘ. রাখিবন্ধন

৭।   ঐতিহ্যবাহী ভারতীয় পরিবারে সাংসারিক কাজকর্মের জন্য প্রাধান্য দেওয়া হয় কিসের ভিত্তিতে?

     ক. বয়সের ভিত্তিতে

     খ. যোগ্যতার ভিত্তিতে

     গ. লিঙ্গের ভিত্তিতে

     ঘ. পারদর্শিতার ভিত্তিতে

৮।   মানবসভ্যতার উপযোগী পরিবেশ কোনটি?

     ক. মরুময়    খ. শীতল

     গ. অতি উষ্ণ  ঘ. নাতিশীতোষ্ণ

৯।   সংস্কৃতির উপাদান কয়টি?

     ক. ২টি খ. ৪টি

     গ. ৩টি ঘ. ৫টি

১০।  সংস্কৃতির কোন উপাদান উপলব্ধি করা যায়?

     ক. টেবিল    খ. ঘড়ি

     গ. বাক্য     ঘ. ভাষা

১১।  শিমু তার খেলার সাথিদের সঙ্গে মেলামেশা করলে—

     i. নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করে

     ii. স্বাবলম্বী হতে শেখে

     iii. মুক্তবুদ্ধিসম্পন্ন হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   

     খ. ii ও iii

     গ. i ও iii   

     ঘ. i, ii ও iii

১২।  সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া?

     ক. আংশিক জীবনব্যাপী

     খ. আজীবনব্যাপী

     গ. অর্ধজীবনব্যাপী

     ঘ. এক-তৃতীয়াংশ জীবনব্যাপী

১৩।  আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে কোনটিকে কেন্দ্র করে?

     ক. পরিবার  

     খ. শিল্পপ্রতিষ্ঠান

     গ. গণমাধ্যম

     ঘ. রাজনৈতিক দল

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. গ


মন্তব্য