kalerkantho


পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

তাহেরা-বিনতে-রহমান, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড, ঢাকা   

৩১ মার্চ, ২০১৬ ০০:০০প্রথম অধ্যায়

১।    মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?

     উত্তর : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।

২।    মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন?

     উত্তর : মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

৩।    মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

     উত্তর : মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

৪।    ‘কে’ ফোর্সের নেতৃত্বে কে ছিলেন?

     উত্তর : ‘কে’ ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ।

৫।    ‘এস’ ফোর্সের নেতৃত্বে কে ছিলেন?

     উত্তর : ‘এস’ ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর কে এম শফিউল্লাহ।

৬।    ‘জেড’ ফোর্সের নেতৃত্বে কে ছিলেন?

     উত্তর : ‘জেড’ ফোর্সের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান।

৭।    যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

     উত্তর : যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

৮।    ১ নম্বর সেক্টরের অধীনে কোন কোন স্থান ছিল?

     উত্তর : ১ নম্বর সেক্টরের অধীনে ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী।

৯।    কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

     উত্তর : কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল ১১ নম্বর সেক্টরের অধীনে ছিল।

১০।   ৬ নম্বর সেক্টরের অধীনে কোন স্থানগুলো ছিল?

     উত্তর : ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ছিল ৬ নম্বর সেক্টরের অধীনে।

১১।   স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী মুক্তিযুদ্ধে কিভাবে অংশ নিত?

     উত্তর : স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী মুক্তিযুদ্ধে গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিত।

১২।   মুক্তিফৌজ কাকে বলে?

     উত্তর : মুক্তিযুদ্ধে ৩০ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত বাহিনীকে বলা হয় মুক্তিফৌজ।

১৩।   গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সদস্য সংখ্যা ছিল কত?

     উত্তর : গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সদস্য সংখ্যা ছিল এক লাখ।

১৪।   মুক্তিফৌজ কাদের সঙ্গে যুদ্ধ করেছিল?

     উত্তর : এক লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল মুক্তিফৌজ।

১৫।   ‘বঙ্গবীর’ নামে পরিচিত ছিলেন কে?

     উত্তর : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী ‘বঙ্গবীর’ নামে পরিচিত ছিলেন।

১৬।   জেনারেল ওসমানী কখন চাকরি থেকে অবসর গ্রহণ করেন?

     উত্তর : জেনারেল ওসমানী ১৯৭২ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

১৭।   কোন ঘটনার সঙ্গে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে?

     উত্তর : মুক্তিযুদ্ধের সঙ্গে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে।

১৮।   নারীরা কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন?

     উত্তর : নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় ও তথ্য দিয়ে সাহায্য করেন।

১৯।   অনেক নারী কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?

     উত্তর : অনেক নারী প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।

২০।   সাংস্কৃতিক কর্মীরা কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?

     উত্তর : সাংস্কৃতিক কর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন।

২১।   গেরিলা বাহিনীর ‘অ্যাকশন গ্রুপ’ কিভাবে মুক্তিযুদ্ধে অংশ নিত?

     উত্তর : গেরিলা বাহিনীর ‘অ্যাকশন গ্রুপ’ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত।

২২।   গেরিলা বাহিনীর ‘ইন্টেলিজেন্স গ্রুপ’ কী করত?

     উত্তর : গেরিলা বাহিনীর ‘ইন্টেলিজেন্স গ্রুপ’ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত।

২৩।   মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল?

     উত্তর : ‘জয় বাংলা’ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান।

২৪।   কারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল?

     উত্তর : রাজাকাররা


মন্তব্য