kalerkantho


পঞ্চম শ্রেণি : বাংলা

পাঠ প্রস্তুতি

লুত্ফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০শব্দ দূষণ

১.  শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করো। অর্থ বলো।

নিশিরাত—গভীর রাত্রি। মাঝ রাত।

কিচির মিচির—পাখির ডাকাডাকির আওয়াজ।

ফেরিওয়ালা—রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে।

২. ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

ক. নিশিরাতে চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।

খ. ভোর বেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।

গ. ফেরিওয়ালা হাঁক দিচ্ছে থালাবাসন চাই?

ঘ. শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর বলো ও লেখো।

ক. কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে?

উত্তর : ‘শব্দ দূষণ’ কবিতায় গরু, কুকুর এই দুটি পশু ও হাঁস, কবুতর, মোরগ, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি, পাতিকাকসহ আটটি পাখির কথা বলা হয়েছে।

খ. শহরে ঘুমানোয় অসুবিধা কেন?

উত্তর : শহরে পাতিকাকের কা-কা রব, গাড়ির হর্নের হাঁকে ঘুমানো মুশকিল হয়ে পড়ে। এ ছাড়া বাসাবাড়ি, দোকানপাটে সিডি, টিভি চলার উচ্চ শব্দ, টেলিফোন ও দরজার বেল বাজার বিরক্তিকর শব্দে শহরে ঘুমানোয় অসুবিধা হয়।

গ. কুকুরের ডাক ও পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন?

উত্তর : কুকুরের ডাক ও পাখির ডাকের মধ্যে আমার পাখির ডাক ভালো লাগে।

কারণ কুকুর এমনিতেই চুপচাপ থাকলেও হঠাৎ করে যখন ‘ঘেউ ঘেউ’ করে ওঠে, তখন মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়। অন্যদিকে পাখির কিচির মিচির ডাকে মন ভরে যায়, বিশেষ করে গানের পাখির সুমিষ্ট কলকাকলি সুমধুর সংগীতের মতো মনে হয়।

ঘ. গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে?

উত্তর : গ্রামের মানুষ প্রতিদিন ভোরে মোরগ পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে।

৪। শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করো ও লেখো।

উত্তর :

৫। কথাগুলো বুঝে নিই।

পল্লীর সেই সুরে ভরে যায় মন,

শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ।

উত্তর : সুকুমার বড়ুয়া রচিত ‘শব্দ দূষণ’ কবিতায় পল্লী জীবনের শান্তির পাশাপাশি, শহুরে জীবনের বিরক্তিকর দিক চিত্রিত হয়েছে।

পল্লীর প্রাকৃতিক পরিবেশ কোলাহল অনেক কম, বরং পাখ-পাখালির কলকাকলিতে মন আনন্দে ভরে যায়। অন্যদিকে শহুরে পরিবেশে রয়েছে বিভিন্ন যানবাহনসহ বাদ্যযন্ত্রের উচ্চ আওয়াজ, যা আমাদের কান ঝালাপালা করে ও মনে বিরক্তির সৃষ্টি করে।


মন্তব্য