kalerkantho


এইচএসসি প্রস্তুতি : ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

সৃজনশীল প্রশ্ন

মো. মাজেদুল হক খান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

৩০ মার্চ, ২০১৬ ০০:০০১। XYZ কম্পানি লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন ইত্যাদি তৈরি ও বিক্রয় করে থাকে। তাদের উত্পাদিত টেলিভিশন সারা দেশে ব্যাপক চাহিদাসম্পন্ন। তাই কম্পানির ব্যবস্থাপক টেলিভিশন তৈরির খরচ কমিয়ে বিক্রয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

ক. সামষ্টিক অর্থনীতি কী?

খ. সরকারি অর্থায়ন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সিদ্ধান্তটি অর্থায়নের কোন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? বিশ্লেষণ করো।

২। জনাব আসিফ ও তাঁর সাত বন্ধু মিলে এলিগেন্ট প্রাইভেট লিমিটেড কম্পানি নামে একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। নতুন নতুন ডিজাইন দিয়ে দ্রুতই প্রতিষ্ঠানটি ক্রেতার নজর কাড়তে সক্ষম হয়। অর্ডার বেড়ে যাওয়ায় তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। এরূপ পরিস্থিতিতে তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সাংগঠনিক ধরন পরিবর্তন করে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করে। পরে তারা আর কখনো মূলধনের সমস্যায় পড়েনি।

 

ক. বাণিজ্যিক পত্র কী?

খ. মাধ্যমিক বাজার বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন পদ্ধতিতে অর্থসংস্থান করেছে।

ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির ওই পদ্ধতিতে অর্থসংস্থানের যৌক্তিকতা মূল্যায়ন করো।

৩। রুপালি টেক্সটাইল লিমিটেডের নিম্নলিখিত তথ্যাবলি প্রদত্ত হলো—

           টাকা

কর-পরবর্তী নিট আয়        ৫,০০,০০০

যন্ত্রপাতি বিক্রয়ে ক্ষতি        ২৫,০০০

অবচয়       ৭৫,০০০

প্রাপ্য হিসাব বৃদ্ধি          ৫০,০০০

মজুদ পণ্য দাম      ২২,০০০

প্রদেয় হিসাব বৃদ্ধি          ৩৮,০০০

সাধারণ শেয়ার ইস্যু         ১,০০,০০০

লভ্যাংশ প্রদান       ৪০,০০০

বন্ড ইস্যু          ৫০,০০০

বন্ড পরিশোধ ৩০,০০০

স্থায়ী সম্পত্তি ক্রয়ের শেয়ার ইস্যু      ৭০,০০০

ক. কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কী?

খ. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত পরিচালন কার্যক্রম  থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত অর্থসংস্থান কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো।

৪। মি. হাসিব বিনিয়োগের জন্য যে দুটি বন্ড চিহ্নিত করেছেন তার বিবরণ

নিম্নরূপ :

মি. হাসিবের প্রত্যাশিত আয়ের হার ১১%। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা।

ক. ইল্ড টু কল কী?        ১

খ. অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড সিকিউরিটি বলা হয় কেন? ব্যাখ্যা করো।    ২

গ. উদ্দীপকে বর্ণিত X' বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার (YTM) নির্ণয় করো।

ঘ. উদ্দীপকে মি. হাসিবের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।


মন্তব্য