kalerkantho


দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০     নিচের তথ্যের ভিত্তিতে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মি. সিয়াম তাঁর কারবারের জন্য ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন, ক্রয় হিসাবে ডেবিট করেছেন।

১।   মি. সিয়ামের লেনদেন লিপিবদ্ধকরণে কোন ধরনের ভুল হয়েছে?

     ক. লেখার ভুল

     খ. পরিপূরক ভুল

     গ. বাদ পড়ার ভুল  

     ঘ. নীতিগত ভুল

২।   মি. সিয়ামের ভুলটি শুদ্ধ করতে ডেবিট হবে কোনটি?

     ক. ক্রয় হিসাব

     খ. আসবাবপত্র হিসাব

     গ. অনিশ্চিত হিসাব        

     ঘ. সম্পদ হিসাব

৩।   স্বল্পমেয়াদি দায় কত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়?

     ক. ৬ মাস   খ. ১ বছর

     গ. ২ বছর   ঘ. ৫ বছর

৪।   স্থায়ী সম্পদগুলো আর্থিক অবস্থার বিবরণীতে কোন নীতিতে দেখানো হয়?

     ক. ক্রয়মূল্য নীতি    

     খ. বস্তুনিষ্ঠতা ধারণা

     গ. সামঞ্জস্যতা নীতি

     ঘ. চলমান প্রতিষ্ঠান ধারণা

৫।   চলতি অনুপাত সাধারণত কোনটি হওয়া ভালো?

     ক. ১ : ১   খ. ১ : ২

     গ. ২ : ১   ঘ. ২ : ২

৬।   গুদাম ও দোকান ভাড়া কোন ধরনের ব্যয়?

     ক. প্রত্যক্ষ     খ. পরোক্ষ

     গ. অপরিচালন ঘ. কারখানা

     নিচের তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     আলম কন্ট্রাক্টর ১০ তলা বিল্ডিং তৈরির জন্য ১,০০,০০০ টাকার সিমেন্ট, ৫,০০,০০০ টাকার রড ও ৫০,০০০ টাকায় দালানকোঠা নির্মাণে বিশেষ কংক্রিট মিকশ্চারের ভাড়া নিয়ে কাজটি করেন।

৭।   দালান নির্মাণের বিশেষ কংক্রিট মিকশ্চারের ভাড়া কোন জাতীয় ব্যয়?

     ক. প্রত্যক্ষ কাঁচামাল  

     খ. পরোক্ষ কাঁচামাল

     গ. প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ

     ঘ. পরোক্ষ আরোপণযোগ্য খরচ

৮।   আলম কন্ট্রাক্টরের মুখ্য ব্যয় কত?

     ক. ১,০০,০০০    

     খ. ৫,০০,০০০

     গ. ৬,০০,০০০    

     ঘ. ৬,৫০,০০০

৯।   পারিবারিক হিসাবনিকাশ সহজ হওয়ার কারণ কোনটি?

     ক. বেশির ভাগ লেনদেন নগদে হয় বলে    

     খ. লেনদেনের সংখ্যা কম বলে

     গ. পরিবারের কর্তা দক্ষ বলে 

     ঘ. কারো কাছে হিসাব দাখিল করতে হয় না বলে

১০।  পরিবারের শান্তি নষ্ট হয়—

     i. বাজেট প্রস্তুত না করে কাজ করলে

     ii. আয়-ব্যয়ের হিসাব না রাখলে

     iii. সম্পদ ও দায়-দেনার হিসাব না রাখলে

     কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১১।  পূর্ববতী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কিসের মাধ্যমে?

     ক. জাবেদা  

     খ. খতিয়ান

     গ. হিসাব চক্র

     ঘ. সবগুলো

১২।  দুই তরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত কয় প্রকারের হিসাবের বই রাখা হয়?

     ক. ২ প্রকার  খ. ৩ প্রকার

     গ. ৪ প্রকার  ঘ. ৫ প্রকার

১৩।  হিসাব চক্রের নবম ধাপে কোনটি আলোচিত হয়?

     ক. আয় বিবরণী     

     খ. সমাপনী দাখিলা

     গ. কার্যপত্র  

     ঘ. আর্থিক বিবরণী

১৪।  ঐচ্ছিক কাজ হিসেবে বহু ঘরবিশিষ্ট বিবরণী হিসাব চক্রের কোন ধাপে প্রস্তুত করা হয়?

     ক. ৭ম খ. ৮ম

     গ. ৯ম ঘ. ১০ম

১৫।  বাট্টাজনিত দাখিলা লেখা হয় কোন বইতে?

     ক. নগদান   খ. বিক্রয় ফেরত

     গ. প্রাপ্য বিল ঘ. প্রকৃত জাবেদা

উত্তরগুলো মিলিয়ে নাও

 

১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. গ

৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ক

১৫. ক


মন্তব্য