আবুল কালাম আল মাহমুদ, প্রভাষক, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল
২৯ মার্চ, ২০১৬ ০০:০০
১। উয়ারী-বটেশ্বরে খননকাজে নেতৃত্ব দেন—
ক. অধ্যাপক বাকি খলিলী
খ. অধ্যাপক তারেক শামসুর রেহমান
গ. অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান
ঘ. অধ্যাপক আনু মুহাম্মদ
২। কত খ্রিস্টপূর্ব অব্দে মিসরে তামার ব্যবহার হয়েছে বলে জানা গেছে?
ক. ৩০০০ অব্দ খ. ৪০০০ অব্দ
গ. ২০০০ অব্দ ঘ. ১০০০ অব্দ
৩। কোন সমাজে তামার প্রচলন ছিল?
ক. ভারতীয়
খ. আমেরিকান
গ. মিসরীয়
ঘ. কানাডিয়ান
৪। খ্রিস্টপূর্ব কোন অব্দের মধ্যে ব্রোঞ্জ যুগের সূত্রপাত?
ক. ২০০০-৩০০০ অব্দ
খ. ৩০০০-৪০০০ অব্দ
গ. ৪০০০-৫০০০ অব্দ
ঘ. ৬০০০-৭০০০ অব্দ
৫। ব্রোঞ্জ ধাতব পদার্থ কিসের মিশ্রণে তৈরি?
ক. তামা ও সিসা
খ. সিসা ও টিন
গ. তামা ও লোহা
ঘ. তামা ও টিন
৬। ষাঁড়চালিত গাড়ির প্রবর্তন করা হয় কোন যুগে?
ক. নতুন প্রস্তর যুগে
খ. ব্রোঞ্জ যুগে
গ. লৌহ যুগে
ঘ. প্রাচীন প্রস্তর যুগে
৭। কোন যুগে লেখার প্রচলন শুরু হয়?
ক. ব্রোঞ্জ যুগে খ. লৌহ যুগে
গ. তাম্র যুগে ঘ. পাথরের যুগে
৮। তাম্র যুগে তামা নির্মিত যেসব জিনিস ব্যবহার হতো, সেগুলো হলো—
i. মুদ্রা ii. থালা iii. বাটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. গ ৪. ক ৫. ঘ
৬. ঘ ৭. খ ৮. ক
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের