kalerkantho


এইচএসসি প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

২৮ মার্চ, ২০১৬ ০০:০০বহু নির্বাচনী প্রশ্ন

১।   সময়ের একক নির্ধারণে কোন পরমাণুটি ব্যবহূত হয়েছে?

     ক. সিজিয়াম-১৩২   

     খ. সিজিয়াম-১৩৩

     গ. রেডিয়াম   ঘ. গ্যালিয়াম

২।   নিউট্রনিয়াম বলবিদ্যা অনুসারে মৌলিক রাশি হচ্ছে—

     ক. স্থান     খ. সময়

     গ. ভর ঘ. সবগুলো

৩।   চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতার পরিচয় কোন ব্যাখ্যায় পাওয়া যায়?

     ক. পোলারন  খ. অপবর্তন

     গ. স্থূলজগৎ   ঘ. অণুজগৎ

৪।   কোনো বস্তুকে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল করলে আপেক্ষিকভাবে বস্তুটির—

     ক. দৈর্ঘ্য ও ভর হ্রাস পায়

     খ. দৈর্ঘ্য ও ভর বৃদ্ধি পায়

     গ. দৈর্ঘ্য হ্রাস ও ভর বৃদ্ধি পায়

     ঘ. দৈর্ঘ্য বৃদ্ধি ও ভর হ্রাস পায়

৫।   সর্বপ্রথম কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে?

     ক. আইনস্টাইন খ. ম্যাক্স প্লাঙ্ক

     গ. নিউটন    ঘ. রাদারফোর্ড

৬।   আলোক কণার নাম ‘ফোটন’ দেন—

     ক. ম্যাক্স প্লাঙ্ক      খ. আইনস্টাইন

     গ. ম্যাক্সওয়েল      ঘ. লুইস

৭।   যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?

     ক. সিংহ রাশি খ. মকর রাশি

     গ. লব্ধ রাশি  ঘ. মৌলিক রাশি

৮।   নিচের কোনটি মৌলিক রাশি?

     ক. দীপন তীব্রতা     খ. দীপন ক্ষমতা

     গ. শক্তি     ঘ. তাপ

৯।   কোনটি লব্ধ রাশি?

     ক. ভর

     খ. দীপন ক্ষমতা

     গ. তড়িত্প্রবাহ

     ঘ. ঘনত্ব

১০। এসআইয়ের মৌলিক একক কয়টি?

     ক. ৫টি খ. ৮টি

     গ. ৭টি ঘ. ১০টি

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ

 ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. গ


মন্তব্য