ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা
মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা
শেয়ার
এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

পূর্ণমান-১০০

সৃজনশীল প্রশ্ন

সময় : ২ ঘণ্টা    মান : ৬০

     [উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়]

 

ক বিভাগ (গদ্য)

 

১।

   ভারতবর্ষের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মহানায়ক ক্ষুদিরাম। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি। এই উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসকদের উচ্ছেদ করতে তিনি দীর্ঘদিন সংগ্রাম করেন। অবশেষে ব্রিটিশ শাসক বড়লাটকে মারার জন্য গাড়িতে বোমা নিক্ষেপের দায়ে তাঁকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানো হয়।
ক্ষুদিরাম অত্যাচারীদের হাত থেকে দেশকে স্বাধীন করতে হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন।

     (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেলখানা থেকে কোন জেলে বদলি করা হয়েছিল?  

     (খ) ‘মুক্তি দিলে খাব, না দিলে খাব না’— উক্তিটি ব্যাখ্যা করো।   

     (গ) উদ্দীপকের ব্রিটিশবিরোধী আন্দোলনের কোন বিষয়টি ‘বায়ান্নর দিনগুলো’ রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ নির্ণয় করো।

     (ঘ) ক্ষুদিরামের আত্মত্যাগের সঙ্গে দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের প্রেক্ষাপট আলোচনা করো।

    

২।   দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। ঋতুচক্রে সময় পাক খায়, পদ্মার ভাঙন ধরা মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জাগিয়া উঠে চর, অর্ধশতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়।

জেলেপাড়ার ঘরে শিশুর ক্রন্দন কোনো দিন বন্ধ হয় না।

     (ক) ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে একখানি ‘এন্ডি’ কাপড় অবাধে কত বছর টেকে?   

     (খ) প্রবন্ধকার ‘ধান ভানিতে শিবের গীত’ গেয়েছেন কেন?   

     (গ) উদ্দীপকে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করা হয়েছে তা আলোচনা করো।    

     (ঘ) উদ্দীপকটি ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের একমাত্র দিক নয়। আরো প্রসঙ্গ আছে, বিশ্লেষণ করো। 

৩।   কন্যার পিতা রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে-পায়ে ধরিয়া বলিলেন, ‘শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।’ রায় বাহাদুর বলিলেন, ‘টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।’ এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল। ইতিমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল, সে বাপকে বলিয়া বসিল, ‘কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।’

     (ক) অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?   

     (খ) এক পদক্ষেপের দূরত্বটুকু কিভাবে এক মুহূর্তে অসীম হয়ে উঠল? ব্যাখ্যা করো।   

     (গ) উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য আছে? আলোচনা করো।  

     (ঘ) উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পের সামাজিক অসংগতি তুলে ধরতে কতটা সক্ষম হয়েছে? বিশ্লেষণ করো।    

 

খ বিভাগ (পদ্য)

 

৪।   ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে?

     লালন কয়, জাতের কিরূপ, দেখলাম না এ নজরে।

     কেউ মালা, কেউ তসবি গলায়

     তাই তো কী জাত ভিন্ন বলায়

     যাওয়া কিংবা আসার বেলায়

     জগতে চিহ্ন রয় কার রে।’

     (ক) ‘যুগাবতার’ শব্দের অর্থ কী?    

     (খ) ‘এই হূদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’—ব্যাখ্যা করো। 

     (গ) উদ্দীপকে ‘সাম্যবাদী’ কবিতার যে দিকটি তুলে ধরা হয়েছে তা নির্ণয় করো।

     (ঘ) উদ্দীপকের লালন ও ‘সাম্যবাদী’ কবিতার কবি একই চেতনার ধারক—বিশ্লেষণ করো।    

৫।   কলিমদ্দি একজন সাধারণ দফাদার। সরকারি চাকরিসূত্রে তাই পাকিস্তানি বাহিনীর সঙ্গে তাকে থাকতে হয়। সবাই ভাবে সে বুঝি পাকিস্তানিদের সহযোগী। পাকিস্তানি সেনাদের ভাবনাও তাই। কিন্তু না, কলিমদ্দির মধ্যে রয়েছে গভীর দেশপ্রেম। তাই সে গোপনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখে। একবার সে মিলিটারিদের ভুলিয়ে নিয়ে যায় মুক্তিযোদ্ধাদের দমনে তাদেরই আস্তানায়। তখন পূর্ব পরিকল্পনা মোতাবেক দফাদার কৌশলে কেটে পড়লে মুক্তিসেনারা হানাদারদের বধ করে।

     (ক) মেঘনাদ কোথায় যজ্ঞ করছিলেন?

     (খ) ‘প্রফুল্ল কমলে কীটবাস’—বলতে কী বোঝানো হয়েছে?   

     (গ) উদ্দীপকের কলিমদ্দির সঙ্গে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিভীষণ চরিত্রের বৈসাদৃশ্য নির্ণয় করো।   

     (ঘ) ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিভীষণ যদি উদ্দীপকের কলিমদ্দির মতো হতো, তবে কবিতার কাহিনী অন্য রকম হতে পারত’—বিশ্লেষণ করো।   

৬। ধন-ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা,

     তাহার মাঝেই আছে দেশ এক, সকল দেশের সেরা।

     ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে, স্মৃতি দিয়ে ঘেরা।

     এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

     সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।

     (ক) জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থের নাম কী? 

     (খ) ‘বিশালাক্ষী দিয়েছিল বর’ —কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?  

     (গ) উদ্দীপকে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’—কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, নির্ণয় করো।     

     (ঘ) ‘স্বদেশের প্রতি গভীর ভালোবাসার কারণে এখানকার প্রতিটি জিনিস কবির কাছে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে’—উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ করো।  

গ বিভাগ (উপন্যাস ও নাটক)

৭।   ‘হাজার বছর ধরে’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র টুনি। ১৩ বছর বয়সে টুনির বিয়ে হয় বাবার বয়সী মকবুলের সঙ্গে। সংসারের সব কাজ করলেও সে মন থেকে মকবুলকে কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। তাই দুই সতীনের সঙ্গে কোনো প্রকার রেষারেষি না থাকলেও অল্প বয়সী টুনি কখনো মকবুলের সংসারে মন বসাতে পারেনি।   

     (ক) মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?  

     (খ) কে মজিদের মুখে থুথু নিক্ষেপ করেছিল এবং কেন?    

     (গ) উদ্দীপকের টুনির সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে—নির্ণয় করো।   

     (ঘ) উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের যে দিকটি প্রাধান্য পেয়েছে, তা তোমার মতো করে বিশ্লেষণ করো।

৮।   শ্যামপুর গ্রামে কোনো স্কুল নেই। গ্রামের বেশির ভাগ মানুষ শ্রমজীবী। সন্তানকে পাঁচ মাইল দূরের স্কুলে পাঠানোর আগ্রহ তাদের নেই। গ্রামের মক্তবের পড়াশোনাই তাদের ভরসা। শিক্ষিত যুবক মনির গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু মক্তবের মৌলভি সাহেব মাতব্বরদের বোঝাতে সক্ষম হন যে স্কুল হলে গ্রামে বখাটে ছেলেদের আড্ডা ও আনাগোনা বাড়বে; পড়াশোনার জন্য মক্তবই যথেষ্ট। মাতব্বরদের বাধায় মনিরের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ থমকে যায়।     

     (ক) মহব্বতনগরে কে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল?  

     (খ) ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’—উক্তিটির তাত্পর্য লেখো।

     (গ) উদ্দীপকের মনির চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আলোচনা করো।   

     (ঘ) ‘উদ্দীপকের মৌলভি ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ নিজেদের স্বার্থহানির ভয়ে আধুনিক শিক্ষাকে ভয় পায়’—উক্তিটির যথার্থতা বিচার করো।

৯।   এশিয়ার একটি দেশের জনপ্রিয় নেতা স্বাধীনতার ডাক দেন। একসময় সেই দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হওয়ার পরও শত্রুদের ষড়যন্ত্র থামেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্র ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করেন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি।     

     (ক) সিরাজদ্দৌলার ঘাতকের নাম কী?

     (খ) পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ ব্যাখ্যা করো।   

     (গ) উদ্দীপকের নেতার কোন বৈশিষ্ট্যটি সিরাজদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রে লক্ষণীয়—আলোচনা করো।  

     (ঘ) ‘প্রেক্ষাপট ভিন্ন হলেও অসতর্কতাই তাঁদের পতনের কারণ হয়েছিল’—উদ্দীপক ও ‘সিরাজদ্দৌলা’ নাটকের আলোকে বিশ্লেষণ করো।

 

বহু নির্বাচনী প্রশ্ন

     সময় : ৪০ মিনিট    মান : ৪০

     [প্রতিটি প্রশ্নের মান ১। সব প্রশ্নের উত্তর দিতে হবে।]

 

১.   অপরিচিতা গল্পে অনুপম কোন সময় বিনুদাদার বাড়িতে যেত?

     (ক) বিকালে  (খ) সন্ধ্যায়

     (গ) রাতে    (ঘ) দুপুরে

২.   ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন অঞ্চলের কৃষক খাদ্যের জন্য তার পত্নী-কন্যা বিক্রি করত?

     (ক) বিহার   (খ) আসাম

     (গ) ত্রিপুরা   (ঘ) রংপুর

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     করিম তন্দ্রাচ্ছন্ন হয়ে ভাবছিলেন, তিনি যদি সিরাজদ্দৌলা হতেন, তবে পলাশীর যুদ্ধে জিততে পারতেন কি না।

৩.   উদ্দীপকের করিম সাহেবের সাথে ‘বিড়াল’ রচনার কোন চরিত্রের সাদৃশ্য আছে?

     (ক) নসীরাম বাবু    (খ) ওয়েলিংটন

     (গ) কমলাকান্ত (ঘ) নেপোলিয়ন

৪.   উক্ত সাদৃশ্যের কারণ—

     i) নেশাগ্রস্ততা 

     ii) কাল্পনিক ভাবনা

     iii) দেশপ্রেম

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও ii  (খ) i ও iii

     (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৫.   ‘আহ্বান’ গল্পে বুড়ি বারবার গোপালের কাছে যেতেন কেন?

     (ক) পয়সার লোভে   (খ) স্নেহের টানে

     (গ) নিঃসঙ্গতা দূর করতে    (ঘ) অতিথিপরায়ণ বলে

৬.   ‘মৃত্যু-ক্ষুধা’ কী জাতীয় রচনা?

     (ক) গল্প    (খ) প্রবন্ধ

     (গ) উপন্যাস (ঘ) নাটক

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জামিল সাহেব প্রচুর বিত্তবৈভবের মালিক। অর্থের প্রাচুর্যে তিনি মানুষকে মানুষ জ্ঞান করেন না।

৭.   উদ্দীপকের জামিল সাহেব ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কাদের প্রতিনিধিত্ব করেছেন?

     (ক) স্থূলবুদ্ধি সম্পন্ন মানুষের  

     (খ) নিম্নশ্রেণির মানুষের

     (গ) জীবনবোধ সম্পন্ন মানুষের     

     (ঘ) হূদয়বান মানুষের

৮.   উদ্দীপকের জামিল সাহেবের মধ্যে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কোন ভাবের প্রকাশ ঘটেছে?

     (ক) মানবিকতাবোধ   (খ) অহংকার

     (গ) আত্মমর্যাদাবোধ   (ঘ) স্বাজাত্যবোধ

৯.   কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

     (ক) দুই     (খ) তিন

     (গ) চার     (ঘ) পাঁচ

১০.  ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় কোন পার্কের উল্লেখ আছে?

     (ক) রমনা   (খ) ভিক্টোরিয়া

     (গ) চন্দ্রিমা   (ঘ) ন্যাশনাল

১১.  জাদুঘরের ‘জাদু’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

     (ক) আরবি   (খ) ফারসি

     (গ) পর্তুগিজ  (ঘ) ইংরেজি

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি;

     মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।

১২.  উদ্দীপকটিতে ‘রেইনকোট’ গল্পের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

     (ক) স্বজনপ্রীতি (খ) মাতৃপ্রেম

     (গ) দেশপ্রেম (ঘ) আত্মপ্রেম

১৩.  উদ্দীপকের ‘মোরা’ ‘রেইনকোট’ গল্পের যে চরিত্রগুলোকে নির্দেশ করে—

     i) নুরুল হুদা 

     ii) ড. আফাজ

     iii) মিন্টু

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও ii  (খ) i ও iii

     (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৪.  পৃথিবী থেকে প্রাণী নির্বাচন করার জন্য কয়জন কিউরেটর এসেছিল?

     (ক) এক     (খ) দুই

     (গ) তিন    (ঘ) চার

১৫.  লোইসেল তার বাবার মৃত্যুর পর কত হাজার ফ্রাঁ পেয়েছিল?

     (ক) ষোলো   (খ) সতেরো

     (গ) আঠারো  (ঘ) উনিশ

১৬.  শমন-ভবন কী?

     (ক) দেবালয়  (খ) যমালয়

     (গ) যজ্ঞাগার  (ঘ) বাসবালয়

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     কাজী নজরুল ইসলাম শ্রমজীবী মানুষের কবি। তিনি তাঁর কবিতায় শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্যে থেকে তিনি তাদের শক্তি জুগিয়েছেন। তাঁর ওপর আঘাত এসেছে কিন্তু তিনি তাঁর পথ থেকে বিচ্যুত হননি।

১৭.  ‘ঐকতান’ কবিতার চরিত্রের সঙ্গে কাজী নজরুল ইসলামের কোন দিকটির মিল আছে?

     (ক) নিরহঙ্কারী

     (খ) জনপ্রিয়তা

     (গ) মহত্ত্ব   

     (ঘ) জনসম্পৃক্ততা

১৮.  ‘ঐকতান’ কবিতায় কবি কাজী নজরুল ইসলামের মতো এমন আরো কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন। কারণ এই কবিরা—

     i) জনগণের মর্মের ব্যথা বোঝে

     ii) কাজে ও কথায় এক

     iii) জনগণের জীবনঘনিষ্ঠ

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও ii  (খ) i ও iii

     (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৯.  বায়তুল মোকাদ্দাস কোথায় অবস্থিত?

     (ক) জেরুজালেমে   

     (খ) কায়রোতে

     (গ) মক্কায়  

     (ঘ) মদিনায়

২০.  অন্ধকারে কিসের ওপর লেবুর শাখা নুয়ে থাকে?

     (ক) গাছের   (খ) ধানের

     (গ) বেড়ার   (ঘ) ঘাসের

২১.  ‘পুষ্পরতি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি সঠিক?

     (ক) পুষ্প + আরতি 

     (খ) পুস্প + আরতি

     (গ) পুষ্প + রতি   

     (ঘ) পুস্প+রতি

২২.  ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

     (ক) ছায়াহরিণ     

     (খ) বিদীর্ণ দর্পণে মুখ

     (গ) রাত্রি শেষ

     (ঘ) মেঘ বলে চৈত্রে যাব

২৩.  কোন বৈশিষ্ট্যের কারণে কবি এ দেশে আঠারো বছর বয়সের প্রত্যাশা করেছেন?

     (ক) ইতিবাচক      (খ) দুঃসাহস

     (গ) বয়স    (ঘ) তারুণ্য

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মোদের গরব মোদের আশা

     আমরি বাংলা ভাষা।

২৪.  উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সঙ্গে সংগতিপূর্ণ?

     (ক) রেইনকোট     

     (খ) লোক লোকান্তর

     (গ) ফেব্রুয়ারি ১৯৬৯

     (ঘ) সবগুলো

২৫.  উদ্দীপকটি উক্ত রচনার সাথে কোন দৃষ্টিকোণ থেকে সংগতিপূর্ণ?

     (ক) দেশপ্রেম

     (খ) ভ্রাতৃপ্রীতি

     (গ) প্রতিবাদী চেতনা 

     (ঘ) মাতৃভাষা প্রীতি

২৬.  কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল?

     (ক) শস্যদানার

     (খ) পলিমাটির

     (গ) রক্তজবার

     (ঘ) শ্বাপদের

২৭.  ‘গণনায়ক’ রচনাটির রচয়িতা কে?

     (ক) সৈয়দ শামসুল হক    

     (খ) দিলওয়ার

     (গ) শামসুর রাহমান 

(ঘ) বুদ্ধদেব বসু

২৮.  আল মাহমুদ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

     (ক) মৌড়াইল (খ) পুবাইল

     (গ) পাড়াতলী      (ঘ) তাম্বুলখানা

২৯.  কবি দিলওয়ার তাঁর স্বপ্নকে কোথায় রেখেছেন?

     (ক) গণমানবের বুকে 

     (খ) নরদানবের মুখে

     (গ) ভয়াল ঘূর্ণিগর্তে  

     (ঘ) বঙ্গোপসাগরে

৩০.  ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?

     (ক) স্বরবৃত্ত   (খ) মাত্রাবৃত্ত

     (গ) অক্ষরবৃত্ত (ঘ) গদ্যছন্দ

৩১.  ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ—

     (ক) L’arbre sans racines  

     (খ) Tree without roots

     (গ) lndigo planting miror  

     (ঘ) Captive lady

৩২.  মজিদ পূর্বে কোথায় ছিল?

     (ক) গারো পাহাড়ে  

     (খ) লালমাই পাহাড়ে

     (গ) লুসাই পাহাড়ে  

     (ঘ) চিম্বুক পাহাড়ে

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     পীতমবাবু বকুলপুর গ্রামের ধনী ও প্রভাবশালী লোক। গ্রামের বিচার-সালিস তাকে কেন্দ্র করেই পরিচালিত হয়। তিনি ওই গ্রামের মাতব্বর গোছের মানুষ।

৩৩.  উদ্দীপকের পীতমবাবুর সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

     (ক) মজিদ  

     (খ) খালেক ব্যাপারী

     (গ) আক্কাস  

     (ঘ) আওয়ালপুরের পীর

৩৪.  এরূপ সাদৃশ্যের কারণ হলো—

     i) দুইজনেই প্রভাবশালী ব্যক্তি

     ii) উভয়েই গ্রামের মাতব্বর

     iii) ঠগ ও প্রতারক

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও i   (খ) i ও iii

     (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৩৫.  মহব্বতনগরে এসে মজিদ প্রথম কার বাড়িতে আশ্রয় নেয়?

     (ক) দুদু মিয়ার    

     (খ) ধলা মিয়ার

     (গ) মোদাব্বের মিয়ার

     (ঘ) খালেক ব্যাপারীর

৩৬.  ‘যুদ্ধ কর, প্রাণপণে যুদ্ধ কর’— উক্তিটি কার?

     (ক) ওয়ালিখানের   

     (খ) মানিকচাঁদের

     (গ) সিরাজের

(ঘ) ক্লেটনের

৩৭.  নবাব সিরাজদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে কী রাখেন?

     (ক) আলিনগর     

     (খ) জাহাঙ্গীরনগর

     (গ) রাজমহল

     (ঘ) রূপনগর

৩৮.  সিরাজদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে কয়টি দৃশ্য আছে?

     (ক) ২টি     (খ) ৩টি

     (গ) ৪টি     (ঘ) ৫টি

৩৯.  মীরজাফর নবাব হওয়ার জন্য যে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলান—

     i) রাজবল্লভ  

     ii) জগেশঠ

     iii) রায়দুর্লভ

     নিচের কোনটি সঠিক?

     (ক) i ও ii

     (খ) i ও iii

     (গ) ii ও iii

     (ঘ) i, ii ও iii

৪০.  মীরজাফরের গুপ্তচর কে?

     (ক) কমর বেগ     

     (খ) উমর বেগ

     (গ) রাইসুল জুহালা

     (ঘ) মানিকচাঁদ

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ক ৩. গ ৪. ক ৫. খ ৬. গ

৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ঘ

১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. খ

২৯. ঘ ৩০. ঘ ৩১. খ ৩২. ক ৩৩. খ

৩৪. ক ৩৫. ঘ  ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক

মন্তব্য

সম্পর্কিত খবর

পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

পঞ্চম অধ্যায়

গুণিতক এবং গুণনীয়ক

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৭।       ৮ এর গুণনীয়ক নিচের কোনগুলো?

ক. ২, ৪, ৬, ৮   
খ. ১, ২, ৪, ৮

গ. ৪, ৮, ১২, ১৬      
ঘ. ৮, ১৬, ২৪, ৩২

উত্তর : খ. ১, ২, ৪, ৮

১৮।       ৭ এবং ১৭ এর গসাগু কত?

ক. ১         খ. ২

গ. ৩            ঘ. ৪

উত্তর : ক. ১

১৯।       যেকোনো সংখ্যার গুণিতক থাকে

ক. ২টি           
খ. ৩টি                
গ. ৪টি         
ঘ. অসংখ্য

উত্তর : ঘ. অসংখ্য

২০।

       দুটি মৌলিক সংখ্যার গসাগু কত?

ক. ১            খ. ২                 
গ. ৩           ঘ. ৪

উত্তর : ক. ১

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১।        লসাগু কাকে বলে?

উত্তর : সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে।

২।        গসাগু কাকে বলে?

উত্তর : সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে।

৩।        গুণনীয়ক কাকে বলে?

উত্তর : যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে গুণনীয়ক বলে।

৪।        লসাগু-এর পূর্ণ রূপ কী?

উত্তর : লসাগু-এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

 

মন্তব্য

দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

    এস এম জিহাদ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ মিরপুর সরকারি মহিলা কলেজ, ঢাকা
শেয়ার
দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

অষ্টম অধ্যায়

মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৩৮। কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে এককপ্রতি মূল্য বের করা হয়?

ক. সরল গড় পদ্ধতি    খ. ভারযুক্ত গড় পদ্ধতি

গ. FIFO পদ্ধতি  ঘ. LIFO পদ্ধতি

৩৯।       বিন কার্ড সংরক্ষণ করেন কে?

ক. গুদামরক্ষক খ. ক্যাশিয়ার

গ. ফোরম্যান ঘ. হিসাবরক্ষক

৪০।       চলতি বছরের সমাপনী মজুদকে পরবর্তী বছরের কী হিসেবে গণ্য করা হয়?

ক. ক্রয়কৃত পণ্য  খ. সমাপনী মজুদ পণ্য

গ. অবিক্রীত পণ্য ঘ. প্রারম্ভিক মজুদ পণ্য

৪১।

      চলতি বছরে কোন পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?

ক. বিক্রীত পণ্যের ব্যয়

খ. অবিক্রীত পণ্যের ব্যয়

গ. ক্রয়কৃত পণ্যের ব্যয়

ঘ. নিট অর্জন ব্যয়

৪২।       বিন কার্ডের বৈশিষ্ট্য হলো

i. কাঁচামালের ক্রয় ও ইস্যু লিপিবন্ধকরণ

ii. মজুদ মালের হিসাবরক্ষণ

iii. বিক্রয়মূল্য লিপিবদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ii    খ. iiii

গ. iiiii  ঘ. i, ii iii

৪৩।       ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে ৫০০ একক মাল ১০ টাকা দরে এবং ৫ই জানুয়ারি ৮০০ একক মাল ১১ টাকা দরে ক্রয় করা হয়। ৬ই জানুয়ারি তারিখে ৭০০ একক মাল ইস্যু করা হলে এবং আগের দর আগে ছাড় পদ্ধতিতে অনুসরণ করা হলে ইস্যুকৃত মালের মূল্য কত হবে?

ক. ৫,০০০ টাকা খ. ৭,২০০ টাকা

গ. ৫০,০০০ টাকা ঘ. ৫৪,৫০০ টাকা

৪৪।

      মজুদ মূল্যায়ন পদ্ধতি

i. আগের দরে আগে ছাড় পদ্ধতি

ii. শেষের দরে শেষে ছাড় পদ্ধতি

iii. শেষের দর আগে ছাড় পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ii    খ. iiii

গ. iiiii  ঘ. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ থেকে ৪৬ নম্বর  প্রশ্নের উত্তর দাও :

একটি কারখানায় ২০২৫ সালের জানুয়ারি মাসে ৬ তারিখে ১,০০০ একক, ১০ তারিখে ১,২০০ একক এবং ২০ তারিখে ২,০০০ একক মাল ১০০ টাকা, ১০৫ টাকা এবং ১১০ টাকা দরে ক্রয় করা হয়। উক্ত মাসের ৮ তারিখে ১,৩০০ একক মাল এবং ২৫ তারিখে ৮০০ একক মূল ইস্যু করা হয়। প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল ৬০০ একক মাল, যার মোট মূল্য ছিল ৫৭,০০০ টাকা।

৪৫।

উক্ত মাসের মোট ক্রয়ের পরিমাণ কত?

ক. ৫,৫৬,০০০ টাকা

খ. ৪,৪৬,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ৫৪,৫০০ টাকা

৪৬।       আগের দর আগে ছাড় পদ্ধতিতে মোট ইস্যুকৃত পণ্যের মূল্য কত?

ক. ৫,৪৬,০০০ টাকা

খ. ২,০৯,৫০০ টাকা

গ. ৫,৫০,০০০ টাকা

ঘ. ৫,৯৪,৫০০ টাকা

৪৭। শেষের দর আগে ছাড় পদ্ধতিতে ৮ তারিখের ইস্যুর মূল্য কত?

ক. ১,২৪,০০০ টাকা

খ. ১,২৮,৫০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ৫৪,৫০০ টাকা

৪৮। বিন কার্ডে সংরক্ষণ করা হয় পণ্যের

ক. মূল্য     খ. পরিমাণ

গ. মূল্য ও পরিমাণ    ঘ. গুণাগুণ

৪৯।       গাড়ির ফুয়েলিং স্টেশনে কোন পদ্ধতিতে হিসাব রাখা হয়?

ক. আগে আসে আগে যায়

খ. পরে আসে আগে যায়

গ. সাধারণ গড়  ঘ. ভারযুক্ত গড়

৫০।

       অস্থিতিশীল ও বাজারমূল্য ঊর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়নে কোন পদ্ধতি সুবিধাজনক?

ক. FIFO পদ্ধতি  খ. LIFO পদ্ধতি

গ. সাধারণ গড় পদ্ধতি

ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি

 

উত্তর : ৩৮. খ ৩৯. ক ৪০. ঘ ৪১. ক
৪২. ক ৪৩. খ ৪৪. খ ৪৫. খ ৪৬. খ
৪৭. খ ৪৮. খ ৪৯. খ ৫০. খ।

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : অর্থনীতি

    জাহাঙ্গীর আলম , সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ
শেয়ার
নবম ও দশম শ্রেণি : অর্থনীতি
কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাঁধ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় অধ্যায়

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাগুলো

বহু নির্বাচনী প্রশ্ন

১।        S=Y-C; এটি কিসের সূত্র?

ক. বিনিয়োগ  খ. মূলধন

গ. সঞ্চয়    ঘ. সুদ

২।        কোনটি অবস্তুগত সম্পদ?

ক. ডাক্তারের সেবা খ. টিভি

গ. বাড়ি    ঘ. আসবাবপত্র

৩।        নিচের কোনটি মধ্যবর্তী দ্রব্য?

ক. সরাসরি ভোগে ব্যবহৃত হয়                                খ. প্রকৃতিতে অবাধলভ্য

গ. চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়                         ঘ. একাধিকবার ব্যবহার করা যায়

৪।

       জারিন বিনতে জাহাঙ্গীর ব্যবসা করার জন্য দোকানঘর ভাড়া নিল। এখানে দোকানঘর কোন ধরনের সম্পদ?

ক. প্রাকৃতিক সম্পদ    খ. জাতীয় সম্পদ

গ. উৎপন্ন সম্পদ ঘ. ব্যক্তিগত সম্পদ

৫।        বাংলাদেশে পানির উৎস প্রধানত কতটি?

ক. ৩টি     খ. ৫টি

গ. ৪টি     ঘ. ২টি

৬।        সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে কী বলে?

ক. মূলধন   খ. সঞ্চয়

গ. বিনিয়োগ  ঘ. আয়

৭।

       উৎপত্তির ভিত্তিতে সম্পদকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ২      খ. ৩

গ. ৪      ঘ. ৫

৮।        সাংগঠনিক ক্ষমতা কোন ধরনের  সম্পদ?

ক. প্রাকৃতিক সম্পদ    খ. মানবিক সম্পদ

গ. উৎপন্ন সম্পদ ঘ. ব্যক্তিগত সম্পদ

৯।        বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?

ক. কয়লা    খ. খনিজ তেল

গ.প্রাকৃতিক গ্যাস  ঘ. চুনাপাথর

১০।       রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক. সিমেন্ট   খ. চীনামাটি

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. চুনাপাথর

১১।

       সেন্ট মার্টিন দ্বীপে কোন খনিজদ্রব্য মজুদ রয়েছে?

ক. চুনাপাথর  খ. চীনামাটি

গ. গন্ধক    ঘ. সিলিকা বালু

১২।       কোন জেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি পাওয়া যায়?

ক. গাইবান্ধা  খ. সিলেট

গ. খুলনা    ঘ. জয়পুরহাট

১৩।       সম্প্রতি কোথায় খনিজ তেল পাওয়া গেছে?

ক. সিলেটের হরিপুরে                         
খ. শাহজিবাজারে

গ. তামাবিল  ঘ. কুতুবদিয়া দ্বীপে

১৪।       নিচের কোন উৎস থেকে বাংলাদেশে এখনো শক্তির উৎপাদন শুরু করা সম্ভব হয়নি?

ক. কয়লা    খ. খনিজ তেল

গ. পানি    ঘ. আণবিক শক্তি

১৫।       বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. ভেড়ামারা খ. ঘোড়াশাল

গ. আশুগঞ্জ  ঘ. কাপ্তাই

১৬।

      যে জিনিস বা দ্রব্য পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় তাকে কী বলে?

ক. সম্পদ    খ. দ্রব্য

গ. শক্তি    ঘ. মূল্য

১৭।       মোট শ্রমশক্তির কত ভাগ কৃষিতে নিয়োজিত?

ক. ১৩.৩৫  খ. ১৩

গ. ৪০.৬২  ঘ. ৬৩.৩৫

১৮।       বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক. কয়লা    খ. সিলিকা বালু

গ. তামা    ঘ. চুনাপাথর

১৯।       মানবদেহের পুষ্টির চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

ক. প্রাণিজ সম্পদ খ.পানি সম্পদ

গ. শক্তি সম্পদ  ঘ. বনজ সম্পদ

২০।       বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে শক্তি সম্পদ উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার শুরু হয়েছে

i. বায়ুপ্রবাহ  ii. সৌর তাপ

iii. জৈব গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. iii       খ. iiii                     
গ.
iiiii  ঘ. i, iiiii

২১।       শিল্প খাতে নিযুক্ত শ্রমশক্তির বড় অংশ কোন শিল্পে নিয়োজিত?

ক. বস্ত্র     খ. সিমেন্ট

গ. পোশাক  ঘ. সার

২২।       অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

ক. ২টি     খ. ৩টি

গ. ৪টি     ঘ. ৫টি

২৩।       বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ?

ক. ২৫     খ. ২২.৭

গ. ১৭.৬২  ঘ. ১৫.৬২

 

উত্তর : ১. গ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. গ
৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক
১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. ক
২০. ঘ ২১. গ ২২. গ ২৩. গ।

 

 

মন্তব্য

স্পোকেন ইংলিশ

শেয়ার
স্পোকেন ইংলিশ

Use of ‘supposed to + V1’ (for expectation/obligation/arrangement)

 

কোনো প্রত্যাশা, নিয়ম, চুক্তি বা পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একটি কাজ করা উচিত বা করার কথা বোঝাতে আমরা সাধারণত আলোচ্য কাঠামোটি ব্যবহার করি।

 

Example

1.     You are supposed to submit the report by noon.
দুপুরের মধ্যে তোমার প্রতিবেদন জমা দেওয়ার কথা।

2.     He is supposed to pick up the keys. চাবিগুলো তুলে নেওয়ার কথা তার।

3.             We are supposed to meet at 7 PM. সন্ধ্যা ৭টায় আমাদের সাক্ষাত্ করার কথা

 

Structure
Subject + to be verb + supposed + to + V1 + object/extension.

 

Translate the following sentences into Bangla.

1. I am supposed to work today, but I feel sick.

2. She is supposed to be here by now.

3. They are supposed to follow the instructions carefully.

4. What are we supposed to do next?

5. He is not supposed to disclose confidential information.

6. You are supposed to pay your rent on the first of the month.

7. We are supposed to have a meeting this afternoon.

8. Are you supposed to bring anything to the party?

9. The Train is supposed to arrive in five minutes.

10.                  He is supposed to be an expert in this field.

 

Answer

১.        আজ আমার কাজ করার কথা, কিন্তু আমার অসুস্থ লাগছে।

২.        এতক্ষণে তার এখানে থাকার কথা।

৩.        তাদের নির্দেশাবলি সাবধানে অনুসরণ করার কথা।

৪.        আমাদের এরপর কী করার কথা?

৫.        গোপন তথ্য প্রকাশ করার কথা নয় তার।

৬.        মাসের প্রথম তারিখে তোমার ভাড়া পরিশোধ করার কথা।

৭.        আজ বিকেলে আমাদের একটি মিটিং হওয়ার কথা।

৮.        পার্টিতে তোমার কিছু আনার কথা আছে কি?

৯.        ট্রেনটি পাঁচ মিনিটের মধ্যে আসার কথা।

১০.       এই ক্ষেত্রে তাকে একজন বিশেষজ্ঞ মনে করা হয়।

 

Translate the following sentences into English.

১.        তোমাকে সাহায্য করার কথা আমার।

২.        তার প্রতিদিন অনুশীলন করার কথা।

৩.        তাদের এই কাজ শেষ করার কথা।

৪.        আমাকে ফোন করার কথা ছিল তোমার।

৫.        আমাদের কোনো গোপন কথা বলার কথা নয়।

৬.        তার একটি নতুন গাড়ি কেনার কথা।

৭.        আমার আজ তাড়াতাড়ি ঘুমানোর কথা।

৮.        এই ওষুধ তোমাকে ভালো অনুভব করানোর কথা।

৯.        তাদের নিয়ম ভঙ্গ করার কথা নয়।

১০.       আমাদের সেখানে ১০টায় পৌঁছানোর কথা।


Answer

1. I am supposed to help you.

2. He is supposed to practice daily.

3. They are supposed to finish this work.

4. You were supposed to call me.

5. We are not supposed to tell a secret.

6. He is supposed to buy a new car.

7. I am supposed to sleep early tonight.

8. This medicine is supposed to make you feel better.

9. They are not supposed to break the rules.

10.                  We are supposed to arrive there at ten o'clock.

 

সুমন ভূইয়া

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ