জেলেপাড়ার ঘরে শিশুর ক্রন্দন কোনো দিন বন্ধ হয় না।
(ক) ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে একখানি ‘এন্ডি’ কাপড় অবাধে কত বছর টেকে?
(খ) প্রবন্ধকার ‘ধান ভানিতে শিবের গীত’ গেয়েছেন কেন?
(গ) উদ্দীপকে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করা হয়েছে তা আলোচনা করো।
(ঘ) উদ্দীপকটি ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের একমাত্র দিক নয়। আরো প্রসঙ্গ আছে, বিশ্লেষণ করো।
৩। কন্যার পিতা রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে-পায়ে ধরিয়া বলিলেন, ‘শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।’ রায় বাহাদুর বলিলেন, ‘টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।’ এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল। ইতিমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল, সে বাপকে বলিয়া বসিল, ‘কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।’
(ক) অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(খ) এক পদক্ষেপের দূরত্বটুকু কিভাবে এক মুহূর্তে অসীম হয়ে উঠল? ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য আছে? আলোচনা করো।
(ঘ) উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পের সামাজিক অসংগতি তুলে ধরতে কতটা সক্ষম হয়েছে? বিশ্লেষণ করো।
খ বিভাগ (পদ্য)
৪। ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে?
লালন কয়, জাতের কিরূপ, দেখলাম না এ নজরে।
কেউ মালা, কেউ তসবি গলায়
তাই তো কী জাত ভিন্ন বলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জগতে চিহ্ন রয় কার রে।’
(ক) ‘যুগাবতার’ শব্দের অর্থ কী?
(খ) ‘এই হূদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’—ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকে ‘সাম্যবাদী’ কবিতার যে দিকটি তুলে ধরা হয়েছে তা নির্ণয় করো।
(ঘ) উদ্দীপকের লালন ও ‘সাম্যবাদী’ কবিতার কবি একই চেতনার ধারক—বিশ্লেষণ করো।
৫। কলিমদ্দি একজন সাধারণ দফাদার। সরকারি চাকরিসূত্রে তাই পাকিস্তানি বাহিনীর সঙ্গে তাকে থাকতে হয়। সবাই ভাবে সে বুঝি পাকিস্তানিদের সহযোগী। পাকিস্তানি সেনাদের ভাবনাও তাই। কিন্তু না, কলিমদ্দির মধ্যে রয়েছে গভীর দেশপ্রেম। তাই সে গোপনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখে। একবার সে মিলিটারিদের ভুলিয়ে নিয়ে যায় মুক্তিযোদ্ধাদের দমনে তাদেরই আস্তানায়। তখন পূর্ব পরিকল্পনা মোতাবেক দফাদার কৌশলে কেটে পড়লে মুক্তিসেনারা হানাদারদের বধ করে।
(ক) মেঘনাদ কোথায় যজ্ঞ করছিলেন?
(খ) ‘প্রফুল্ল কমলে কীটবাস’—বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকের কলিমদ্দির সঙ্গে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিভীষণ চরিত্রের বৈসাদৃশ্য নির্ণয় করো।
(ঘ) ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিভীষণ যদি উদ্দীপকের কলিমদ্দির মতো হতো, তবে কবিতার কাহিনী অন্য রকম হতে পারত’—বিশ্লেষণ করো।
৬। ধন-ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝেই আছে দেশ এক, সকল দেশের সেরা।
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে, স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
(ক) জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থের নাম কী?
(খ) ‘বিশালাক্ষী দিয়েছিল বর’ —কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’—কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, নির্ণয় করো।
(ঘ) ‘স্বদেশের প্রতি গভীর ভালোবাসার কারণে এখানকার প্রতিটি জিনিস কবির কাছে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে’—উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ করো।
গ বিভাগ (উপন্যাস ও নাটক)
৭। ‘হাজার বছর ধরে’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র টুনি। ১৩ বছর বয়সে টুনির বিয়ে হয় বাবার বয়সী মকবুলের সঙ্গে। সংসারের সব কাজ করলেও সে মন থেকে মকবুলকে কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। তাই দুই সতীনের সঙ্গে কোনো প্রকার রেষারেষি না থাকলেও অল্প বয়সী টুনি কখনো মকবুলের সংসারে মন বসাতে পারেনি।
(ক) মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?
(খ) কে মজিদের মুখে থুথু নিক্ষেপ করেছিল এবং কেন?
(গ) উদ্দীপকের টুনির সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে—নির্ণয় করো।
(ঘ) উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের যে দিকটি প্রাধান্য পেয়েছে, তা তোমার মতো করে বিশ্লেষণ করো।
৮। শ্যামপুর গ্রামে কোনো স্কুল নেই। গ্রামের বেশির ভাগ মানুষ শ্রমজীবী। সন্তানকে পাঁচ মাইল দূরের স্কুলে পাঠানোর আগ্রহ তাদের নেই। গ্রামের মক্তবের পড়াশোনাই তাদের ভরসা। শিক্ষিত যুবক মনির গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু মক্তবের মৌলভি সাহেব মাতব্বরদের বোঝাতে সক্ষম হন যে স্কুল হলে গ্রামে বখাটে ছেলেদের আড্ডা ও আনাগোনা বাড়বে; পড়াশোনার জন্য মক্তবই যথেষ্ট। মাতব্বরদের বাধায় মনিরের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ থমকে যায়।
(ক) মহব্বতনগরে কে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল?
(খ) ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’—উক্তিটির তাত্পর্য লেখো।
(গ) উদ্দীপকের মনির চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আলোচনা করো।
(ঘ) ‘উদ্দীপকের মৌলভি ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ নিজেদের স্বার্থহানির ভয়ে আধুনিক শিক্ষাকে ভয় পায়’—উক্তিটির যথার্থতা বিচার করো।
৯। এশিয়ার একটি দেশের জনপ্রিয় নেতা স্বাধীনতার ডাক দেন। একসময় সেই দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হওয়ার পরও শত্রুদের ষড়যন্ত্র থামেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্র ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করেন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি।
(ক) সিরাজদ্দৌলার ঘাতকের নাম কী?
(খ) পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকের নেতার কোন বৈশিষ্ট্যটি সিরাজদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রে লক্ষণীয়—আলোচনা করো।
(ঘ) ‘প্রেক্ষাপট ভিন্ন হলেও অসতর্কতাই তাঁদের পতনের কারণ হয়েছিল’—উদ্দীপক ও ‘সিরাজদ্দৌলা’ নাটকের আলোকে বিশ্লেষণ করো।
বহু নির্বাচনী প্রশ্ন
সময় : ৪০ মিনিট মান : ৪০
[প্রতিটি প্রশ্নের মান ১। সব প্রশ্নের উত্তর দিতে হবে।]
১. অপরিচিতা গল্পে অনুপম কোন সময় বিনুদাদার বাড়িতে যেত?
(ক) বিকালে (খ) সন্ধ্যায়
(গ) রাতে (ঘ) দুপুরে
২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন অঞ্চলের কৃষক খাদ্যের জন্য তার পত্নী-কন্যা বিক্রি করত?
(ক) বিহার (খ) আসাম
(গ) ত্রিপুরা (ঘ) রংপুর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
করিম তন্দ্রাচ্ছন্ন হয়ে ভাবছিলেন, তিনি যদি সিরাজদ্দৌলা হতেন, তবে পলাশীর যুদ্ধে জিততে পারতেন কি না।
৩. উদ্দীপকের করিম সাহেবের সাথে ‘বিড়াল’ রচনার কোন চরিত্রের সাদৃশ্য আছে?
(ক) নসীরাম বাবু (খ) ওয়েলিংটন
(গ) কমলাকান্ত (ঘ) নেপোলিয়ন
৪. উক্ত সাদৃশ্যের কারণ—
i) নেশাগ্রস্ততা
ii) কাল্পনিক ভাবনা
iii) দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫. ‘আহ্বান’ গল্পে বুড়ি বারবার গোপালের কাছে যেতেন কেন?
(ক) পয়সার লোভে (খ) স্নেহের টানে
(গ) নিঃসঙ্গতা দূর করতে (ঘ) অতিথিপরায়ণ বলে
৬. ‘মৃত্যু-ক্ষুধা’ কী জাতীয় রচনা?
(ক) গল্প (খ) প্রবন্ধ
(গ) উপন্যাস (ঘ) নাটক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জামিল সাহেব প্রচুর বিত্তবৈভবের মালিক। অর্থের প্রাচুর্যে তিনি মানুষকে মানুষ জ্ঞান করেন না।
৭. উদ্দীপকের জামিল সাহেব ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কাদের প্রতিনিধিত্ব করেছেন?
(ক) স্থূলবুদ্ধি সম্পন্ন মানুষের
(খ) নিম্নশ্রেণির মানুষের
(গ) জীবনবোধ সম্পন্ন মানুষের
(ঘ) হূদয়বান মানুষের
৮. উদ্দীপকের জামিল সাহেবের মধ্যে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কোন ভাবের প্রকাশ ঘটেছে?
(ক) মানবিকতাবোধ (খ) অহংকার
(গ) আত্মমর্যাদাবোধ (ঘ) স্বাজাত্যবোধ
৯. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
১০. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় কোন পার্কের উল্লেখ আছে?
(ক) রমনা (খ) ভিক্টোরিয়া
(গ) চন্দ্রিমা (ঘ) ন্যাশনাল
১১. জাদুঘরের ‘জাদু’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক) আরবি (খ) ফারসি
(গ) পর্তুগিজ (ঘ) ইংরেজি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি;
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
১২. উদ্দীপকটিতে ‘রেইনকোট’ গল্পের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) স্বজনপ্রীতি (খ) মাতৃপ্রেম
(গ) দেশপ্রেম (ঘ) আত্মপ্রেম
১৩. উদ্দীপকের ‘মোরা’ ‘রেইনকোট’ গল্পের যে চরিত্রগুলোকে নির্দেশ করে—
i) নুরুল হুদা
ii) ড. আফাজ
iii) মিন্টু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪. পৃথিবী থেকে প্রাণী নির্বাচন করার জন্য কয়জন কিউরেটর এসেছিল?
(ক) এক (খ) দুই
(গ) তিন (ঘ) চার
১৫. লোইসেল তার বাবার মৃত্যুর পর কত হাজার ফ্রাঁ পেয়েছিল?
(ক) ষোলো (খ) সতেরো
(গ) আঠারো (ঘ) উনিশ
১৬. শমন-ভবন কী?
(ক) দেবালয় (খ) যমালয়
(গ) যজ্ঞাগার (ঘ) বাসবালয়
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কাজী নজরুল ইসলাম শ্রমজীবী মানুষের কবি। তিনি তাঁর কবিতায় শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্যে থেকে তিনি তাদের শক্তি জুগিয়েছেন। তাঁর ওপর আঘাত এসেছে কিন্তু তিনি তাঁর পথ থেকে বিচ্যুত হননি।
১৭. ‘ঐকতান’ কবিতার চরিত্রের সঙ্গে কাজী নজরুল ইসলামের কোন দিকটির মিল আছে?
(ক) নিরহঙ্কারী
(খ) জনপ্রিয়তা
(গ) মহত্ত্ব
(ঘ) জনসম্পৃক্ততা
১৮. ‘ঐকতান’ কবিতায় কবি কাজী নজরুল ইসলামের মতো এমন আরো কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন। কারণ এই কবিরা—
i) জনগণের মর্মের ব্যথা বোঝে
ii) কাজে ও কথায় এক
iii) জনগণের জীবনঘনিষ্ঠ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯. বায়তুল মোকাদ্দাস কোথায় অবস্থিত?
(ক) জেরুজালেমে
(খ) কায়রোতে
(গ) মক্কায়
(ঘ) মদিনায়
২০. অন্ধকারে কিসের ওপর লেবুর শাখা নুয়ে থাকে?
(ক) গাছের (খ) ধানের
(গ) বেড়ার (ঘ) ঘাসের
২১. ‘পুষ্পরতি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি সঠিক?
(ক) পুষ্প + আরতি
(খ) পুস্প + আরতি
(গ) পুষ্প + রতি
(ঘ) পুস্প+রতি
২২. ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) ছায়াহরিণ
(খ) বিদীর্ণ দর্পণে মুখ
(গ) রাত্রি শেষ
(ঘ) মেঘ বলে চৈত্রে যাব
২৩. কোন বৈশিষ্ট্যের কারণে কবি এ দেশে আঠারো বছর বয়সের প্রত্যাশা করেছেন?
(ক) ইতিবাচক (খ) দুঃসাহস
(গ) বয়স (ঘ) তারুণ্য
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা।
২৪. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সঙ্গে সংগতিপূর্ণ?
(ক) রেইনকোট
(খ) লোক লোকান্তর
(গ) ফেব্রুয়ারি ১৯৬৯
(ঘ) সবগুলো
২৫. উদ্দীপকটি উক্ত রচনার সাথে কোন দৃষ্টিকোণ থেকে সংগতিপূর্ণ?
(ক) দেশপ্রেম
(খ) ভ্রাতৃপ্রীতি
(গ) প্রতিবাদী চেতনা
(ঘ) মাতৃভাষা প্রীতি
২৬. কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল?
(ক) শস্যদানার
(খ) পলিমাটির
(গ) রক্তজবার
(ঘ) শ্বাপদের
২৭. ‘গণনায়ক’ রচনাটির রচয়িতা কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ) দিলওয়ার
(গ) শামসুর রাহমান
(ঘ) বুদ্ধদেব বসু
২৮. আল মাহমুদ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) মৌড়াইল (খ) পুবাইল
(গ) পাড়াতলী (ঘ) তাম্বুলখানা
২৯. কবি দিলওয়ার তাঁর স্বপ্নকে কোথায় রেখেছেন?
(ক) গণমানবের বুকে
(খ) নরদানবের মুখে
(গ) ভয়াল ঘূর্ণিগর্তে
(ঘ) বঙ্গোপসাগরে
৩০. ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) স্বরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত
(গ) অক্ষরবৃত্ত (ঘ) গদ্যছন্দ
৩১. ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ—
(ক) L’arbre sans racines
(খ) Tree without roots
(গ) lndigo planting miror
(ঘ) Captive lady
৩২. মজিদ পূর্বে কোথায় ছিল?
(ক) গারো পাহাড়ে
(খ) লালমাই পাহাড়ে
(গ) লুসাই পাহাড়ে
(ঘ) চিম্বুক পাহাড়ে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পীতমবাবু বকুলপুর গ্রামের ধনী ও প্রভাবশালী লোক। গ্রামের বিচার-সালিস তাকে কেন্দ্র করেই পরিচালিত হয়। তিনি ওই গ্রামের মাতব্বর গোছের মানুষ।
৩৩. উদ্দীপকের পীতমবাবুর সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?
(ক) মজিদ
(খ) খালেক ব্যাপারী
(গ) আক্কাস
(ঘ) আওয়ালপুরের পীর
৩৪. এরূপ সাদৃশ্যের কারণ হলো—
i) দুইজনেই প্রভাবশালী ব্যক্তি
ii) উভয়েই গ্রামের মাতব্বর
iii) ঠগ ও প্রতারক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৫. মহব্বতনগরে এসে মজিদ প্রথম কার বাড়িতে আশ্রয় নেয়?
(ক) দুদু মিয়ার
(খ) ধলা মিয়ার
(গ) মোদাব্বের মিয়ার
(ঘ) খালেক ব্যাপারীর
৩৬. ‘যুদ্ধ কর, প্রাণপণে যুদ্ধ কর’— উক্তিটি কার?
(ক) ওয়ালিখানের
(খ) মানিকচাঁদের
(গ) সিরাজের
(ঘ) ক্লেটনের
৩৭. নবাব সিরাজদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে কী রাখেন?
(ক) আলিনগর
(খ) জাহাঙ্গীরনগর
(গ) রাজমহল
(ঘ) রূপনগর
৩৮. সিরাজদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে কয়টি দৃশ্য আছে?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৩৯. মীরজাফর নবাব হওয়ার জন্য যে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলান—
i) রাজবল্লভ
ii) জগেশঠ
iii) রায়দুর্লভ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪০. মীরজাফরের গুপ্তচর কে?
(ক) কমর বেগ
(খ) উমর বেগ
(গ) রাইসুল জুহালা
(ঘ) মানিকচাঁদ
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. ক ৩. গ ৪. ক ৫. খ ৬. গ
৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ঘ
১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. খ
২৯. ঘ ৩০. ঘ ৩১. খ ৩২. ক ৩৩. খ
৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক