আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা
২৭ মার্চ, ২০১৬ ০০:০০
১। কত সালে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে নিহত হন?
ক. ১৯৫২ সালে খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৯০ সালে
২। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদে কতজন উপদেষ্টা ছিলেন?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৩। বাংলাদেশ কোন কোন দেশে পণ্য রপ্তানি করে?
i. যুক্তরাষ্ট্র
ii. জার্মানি
iii. ইতালি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। কোন দেশের অন্যতম একটি ব্যস্ত সড়কের নাম ‘বাংলাদেশ সড়ক’?
ক. সিয়েরা লিওন খ. আইভরি কোস্ট
গ. ইথিওপিয়া ঘ. সুদান
৫। নির্বাচনী আইন ভঙ্গের সর্বোচ্চ শাস্তি কী?
ক. চার বছরের কারাদণ্ড
খ. পাঁচ বছরের কারাদণ্ড
গ. ছয় বছরের কারাদণ্ড
ঘ. দশ বছরের কারাদণ্ড
৬। গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্যের শাসনব্যবস্থা বলেছেন—
i. প্লেটো
ii. অ্যারিস্টটল
iii. কার্ল মার্ক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। ১৯৬২ সালের আইয়ুববিরোধী প্রস্তাবে ছাত্রসমাজ কত দফা কর্মসূচি দেয়?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ১৫ দফা ঘ. ২১ দফা
৮। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা—
ক. মাহবুব-উল-আলম চৌধুরী
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. ড. মুনীর চৌধুরী
ঘ. জহির রায়হান
৯। মালাগড় অঞ্চল কোন দেশে?
ক. বাংলাদেশ খ. বার্মায়
গ. ভারতে ঘ. নেপালে
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বেলাল মিয়া একজন ভূমিহীন কৃষক। তাঁর স্ত্রী কোনো কিছু বন্ধক না দিয়ে একটি বিশেষ ব্যাংক থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন শুরু করেন।
১০। উদ্দীপকে কোন ব্যাংকের কথা বলা হয়েছে?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক
১১। উদ্দীপকের ব্যাংকটির কাজগুলো হলো—
i. অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যিক ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করা
ii. গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করা
iii. গ্রামের বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি সমাজের সদস্যদের বিচার-বিবেচনার ক্ষমতা জাগ্রত করে?
ক. প্রযুক্তি খ. জৈবিক উপাদান
গ. শিক্ষা ঘ. সংস্কৃতি
১৩। নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে কী ঘটে?
ক. সচেতনতা সৃষ্টি হয়
খ. কর্মসংস্থান সৃষ্টি হয়
গ. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পায়
ঘ. দরিদ্রতা দূর হয়
১৪। ‘গরষরঃধত্ব’ শব্দের অর্থ হলো—
ক. সৈনিক হিসেবে কাজ করা
খ. যুদ্ধবাজ
গ. দেশের জন্য কাজ করা
ঘ. সেনাবাহিনী
১৫। কোন স্তরটি ‘নিফে’ নামে পরিচিত?
ক. ট্রপোমণ্ডল
খ. গুরুমণ্ডল
গ. অশ্মমণ্ডল
ঘ. কেন্দ্রমণ্ডল
১৬। আন্তর্জাতিক তারিখরেখা বেরিং প্রণালিতে কত ডিগ্রি বেঁকে গেছে?
ক. ১০হ্ন পূর্ব খ. ১১হ্ন পূর্ব
গ. ১২হ্ন পূর্ব ঘ. ১৫হ্ন পশ্চিম
১৭। মে মাসে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা কত?
ক. ২০ ডিগ্রি সে.
খ. ২৯ ডিগ্রি সে.
গ. ৩০ ডিগ্রি সে.
ঘ. ৪৩ ডিগ্রি সে.
১৮। গঙ্গার মিলনস্থল পর্যন্ত ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য—
ক. ২৮৯৭ কিমি
খ. ২৮৯৯ কিমি
গ. ৪৩,০৩০ কিমি
ঘ. ৫,৮০,১৬০ বর্গকিমি
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক
৭. গ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. গ ১২. গ
১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ
১৮. ক
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের