kalerkantho


দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০১।   হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?

     ক. হিসাবব্যবস্থা

     খ. নিরীক্ষাব্যবস্থা

     গ. জবাবদিহিতা           ঘ. তথ্যব্যবস্থা

২।   ব্যবসায়ের কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব কোনটির মাধ্যমে?

     ক. ব্যয় নিয়ন্ত্রণের          খ. ব্যয় বৃদ্ধির

     গ. সম্পদ বৃদ্ধির    

     ঘ. দায় হ্রাসের

৩।   জনকল্যাণমূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান—

     i. শাহীন কলেজ

     ii. আবাহনী ক্লাব

     iii. বিজ্ঞাপনী সংস্থা

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii    

     খ. ii, iii

     গ. i, iii    

     ঘ. i, ii ও iii

৪।   হিসাব রাখার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—

     i. ফলাফল নির্ণয় রর. ব্যয় নিয়ন্ত্রণ ররর. আর্থিক অবস্থা নির্ণয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. ii, iii

     গ. i, iii     ঘ. i, ii ও iii

     নিচের উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     আবদুল হক একটি ওষুধের দোকানের মালিক। দোকানে আগে ভালোই মুনাফা হতো, কিন্তু বর্তমানে মালিক ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আগের মতো দেখাশোনা করতে পারেন না। ফলে সেলস্ম্যানরা নিজেদের ইচ্ছামতো হিসাব সংরক্ষণ করেন। এতে দোকানে মুনাফার পরিবর্তে লোকসান হচ্ছে।

৫।   হকের দোকানটিতে বর্তমানে লোকসানের সম্মুখীন হওয়ার কারণ কোনটি?

     ক. অর্থনৈতিক মন্দা  

     খ. খরচ বৃদ্ধি

     গ. মূলধনের স্বল্পতা

     ঘ. জবাবদিহিতার অভাব

৬।   উক্ত দোকানকে আবার লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে হককে—

     i. ব্যবসায়ের দিকে নজর দিতে হবে

     ii. নতুন সেলস্ম্যান নিয়োগ দিতে হবে

     iii. জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. ii, iii

     গ. i, iii

     ঘ. i, ii ও iii

৭।   আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে কোন ধরনের ঘটনা দেখা যায়?

     ক. অর্থ সম্পর্কিত    

     খ. আয় সম্পর্কিত

     গ. দায় সম্পর্কিত    

     ঘ. ব্যয় সম্পর্কিত

৮।   হিসাবরক্ষণের মূলনীতি কোনটি?

     ক. এক তরফা দাখিলা পদ্ধতি 

     খ. দুই তরফা দাখিলা পদ্ধতি

     গ. বিশদ আয় বিবরণী

     ঘ. মালিকানাস্বত্ব বিবরণী

৯।   বিভিন্ন পক্ষকে হিসাববিজ্ঞান কিভাবে লেনদেনের প্রভাব ও ফলাফল সম্পর্কে অবহিত করে?

     ক. প্রতিবেদনের মাধ্যমে     

     খ. মৌখিকভাবে

     গ. প্রত্যক্ষভাবে

     ঘ. পরোক্ষভাবে

১০।  প্রতিষ্ঠানের আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক ধার্য করা হয় কোনটির ভিত্তিতে?

     ক. হিসাবের  

     খ. লেনদেনের

     গ. ফলাফলের

     ঘ. শ্রেণিবিভাগের

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. ক


মন্তব্য