kalerkantho


নবম-দশম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা

জ্ঞানমূলক প্রশ্ন

তাহেরা খানম,সহকারী শিক্ষক,ইসলামিয়া সরকারি উচ্চ ,বিদ্যালয়, ঢাকা   

২৩ মার্চ, ২০১৬ ০০:০০প্রথম অধ্যায়

পৌরনীতি ও নাগরিকতা

১। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ ‘সিভিক্স’ (Civics)।

২। সিভিক্স শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে?

উত্তর : সিভিক্স শব্দটি লাতিন শব্দ ‘সিভিস’ (Civis) এবং ‘সিভিটাস’ (Civitas) থেকে এসেছে।

৩। ‘সিভিস’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘সিভিস’ শব্দের অর্থ নাগরিক (Citizen)।

৪। সিভিটাস শব্দের অর্থ কী?

উত্তর : সিভিটাস শব্দের অর্থ নগর-রাষ্ট্র (City State)।

৫। প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কী গড়ে উঠত?

উত্তর : প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে নগর রাষ্ট্র (City State) গড়ে উঠত।

৬। প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্রীয় কাজে সরসরি অংশগ্রহণ করত, তাদেরকে কী বলা হতো?

উত্তর : প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত, তাদেরকে নাগরিক বলা হতো।

৭। প্রাচীন গ্রিসে কারা নাগরিকের মর্যাদা পেত না?

উত্তর : প্রাচীন গ্রিসে দাস, মহিলা ও বিদেশিরা নাগরিকের মর্যাদা পেত না।

৮। একটি রাষ্ট্রের ভূখণ্ড বলতে কী বোঝায়?

উত্তর : একটি রাষ্ট্রের ভূখণ্ড বলতে তার স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়।

৯। ভারতের জনসংখ্যা প্রায় কত কোটি?

উত্তর : ভারতের জনসংখ্যা প্রায় ১২১ কোটি।

১০। বাংলাদেশে কত বছর বয়সের নিচে ভোটাধিকার পায় না?

উত্তর : বাংলাদেশে ১৮ বছর বয়সের নিচে ভোটাধিকার পায় না।

১১। নাগরিকতা কাকে বলে?

উত্তর : রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলে।

১২। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়?

উত্তর : বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুটি অর্থে আলোচনা করা যায়।

১৩। নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কী গড়ে উঠেছে?

উত্তর : নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান।

১৪। পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের কী নিয়ে আলোচনা করে?

উত্তর : পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।

১৫। পরিবার কাকে বলে?

উত্তর : সমাজ স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে।

১৬। সন্তান জন্মদান ও লালনপালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে— উক্তিটি কার?

উত্তর : রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের।

১৭। বংশ গণনার ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : বংশ গণনার ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়?

১৮। বংশ গণনার ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ দুটি কী কী?

উত্তর : বংশ গণনার ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ দুটি হচ্ছে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার।

১৯। পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা কার বংশপরিচয়ে পরিচিত হয়?

উত্তর : পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশপরিচয়ে পরিচিত হয়।

২০। আমাদের দেশের বেশির ভাগ পরিবার কোন ধরনের?

উত্তর : আমাদের দেশের বেশির ভাগ পরিবার পিতৃতান্ত্রিক।

২১। আমাদের দেশে গারোদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়?

উত্তর : আমাদের দেশে গারোদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়।

২২। মাতৃতান্ত্রিক পরিবারে কে নেতৃত্ব দেন?

উত্তর : মাতৃতান্ত্রিক পরিবারে মা নেতৃত্ব দেন।

২৩। গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

উত্তর : গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়।

২৪। গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারের শ্রেণি দুটি কী কী?

উত্তর : গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারের শ্রেণি দুটি হচ্ছে একক ও যৌথ পরিবার।

২৫। একক পরিবার কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর : একক পরিবার মা-বাবা ও ভাইবোনদের নিয়ে গঠিত হয়।

২৬। যৌথ পরিবার কাদেরকে নিয়ে গঠিত হয়?

উত্তর : যৌথ পরিবার মা-বাবা, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন নিয়ে গঠিত হয়।

২৭। বর্তমানে বাংলাদেশে কোন ধরনের পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?

উত্তর : বর্তমানে বাংলাদেশে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

২৮। বৈবাহিক সূত্রের ভিত্তিতে কয় ধরনের পরিবার লক্ষ করা যায়?

উত্তর : বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ করা যায়।

২৯। বহুপতি পরিবার কিভাবে গঠিত হয়?

উত্তর : বহুপতি পরিবার একজন স্ত্রীর একাধিক স্বামী নিয়ে গঠিত হয়।

৩০। পরিবারের জৈবিক কাজ কী?

উত্তর : পরিবারের জৈবিক কাজ হচ্ছে সন্তান জন্মদান ও লালনপালন করা।

৩১। মানবিক গুণাবলি শিক্ষা লাভের প্রথম সুযোগ সৃষ্টি হয় কোথায়?

উত্তর : মানবিক গুণাবলি শিক্ষা লাভের প্রথম সুযোগ সৃষ্টি হয় পরিবারে।

৩২। জীবনের প্রথম পাঠশালা বলা হয় কোনটিকে?

উত্তর : জীবনের প্রথম পাঠশালা বলা হয় পরিবারকে।

৩৩। পরিবারকে কেন্দ্র করে কী কী অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয়?

উত্তর : পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মত্স্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কার্য সম্পাদিত হয়।

৩৪। একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে কী বলে?

উত্তর : একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে সমাজ বলে।

৩৫। সমাজের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : সমাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস।

৩৬। রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?

উত্তর : রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

৩৭। পৃথিবীতে মোট কয়টি রাষ্ট্র আছে?

উত্তর : পৃথিবীতে মোট ২০৬টি রাষ্ট্র আছে।

৩৮। রাষ্ট্রের কয়টি উপাদান রয়েছে?

উত্তর : রাষ্ট্রের চারটি উপাদান রয়েছে।

৩৯। রাষ্ট্রের চারটি উপাদান কী কী?

উত্তর : রাষ্ট্রের চারটি উপাদান হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।

৪০। সরকারের তিনটি বিভাগ কী কী?

উত্তর : সরকারের তিনটি বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

৪১। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?

উত্তর : রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সার্বভৌমত্ব।

৪২। রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা কোনটি?

উত্তর : রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব।

৪৩। রাষ্ট্রের উত্পত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ কোনটি?

উত্তর : রাষ্ট্রের উত্পত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ হচ্ছে ঐশী মতবাদ।

৪৪। আমিই রাষ্ট্র—কথাটি কে বলতেন?

উত্তর : আমিই রাষ্ট্র—কথাটি বলতেন ফ্রান্সের চতুর্দশ লুই।


মন্তব্য