kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।


বহু নির্বাচনী প্রশ্ন

পঞ্চম শ্রেণি : গণিত

মাকসুদা বেগম, প্রধান শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিল, ঢাকা   

২২ মার্চ, ২০১৬ ০০:০০১।    ২১, ৪৫, ৬০ সংখ্যাগুলোর গড় কত?

     ক. ২১ খ. ৪২

     গ. ৪৫ ঘ. ৬০

     উত্তর : ৪২

২।    গড় নির্ণয়ের সূত্র কোনটি?

     ক. গড় = রাশিগুলোর যোগফল – রাশির সংখ্যা

     খ. গড় = রাশিগুলোর যোগফল —  রাশির সংখ্যা

     গ. গড় = রাশির সংখ্যা — রাশিগুলোর যোগফল

     ঘ. গড় = রাশিগুলোর যোগফল — রাশির সংখ্যা

     উত্তর : গড় = রাশিগুলোর যোগফল —  রাশির সংখ্যা

৩।    গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলো কিরূপ হতে হয়?

     ক. একই জাতীয়     খ. ভিন্ন ভিন্ন

     গ. উভয় প্রকার     ঘ. কোনোটিই নয়

     উত্তর : একই জাতীয়

৪।    সংখ্যার গড় দেওয়া থাকলে কিভাবে যোগফল নির্ণয় করবে?

     ক. সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে

     খ. সংখ্যার গড় থেকে সংখ্যা বিয়োগ করতে হবে

     গ. সংখ্যার গড় ও সংখ্যা যোগ করতে হবে

     ঘ. সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হবে

     উত্তর : সংখ্যার গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হবে

৫।    তিনটি সংখ্যার গড় ১৭। সংখ্যা তিনটির সমষ্টি কত?

     ক. ৩৯ খ. ৪৮

     গ. ৪৫ ঘ. ৫১

     উত্তর : ৫১

৬।    কোনটি সঠিক নয়?

     ক. ৪, ৫, ৯-এর গড় ৬

     খ. ৮, ২, ৬, ৪, ১০-এর গড় ৬

     গ. ৯, ১১, ১৩-এর গড় ১১

     ঘ. ১২, ১১, ৭ এর গড় ১১

     উত্তর : ১২, ১১, ৭-এর গড় ১১

৭।    চারজন বালকের বয়স যথাক্রমে ৮, ৯, ১০, ৯ বছর হলে তাদের গড় বয়স কত?

     ক. ৮ বছর  

     খ. ৯ বছর

     গ. ১০ বছর 

     ঘ. ৩৬ বছর

     উত্তর : ৯ বছর

৮।    ২০১১ সালের জানুয়ারি মাসে ঢাকার গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২ মিমি হলে ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

     ক. ৩০০ মিমি খ. ৩৩৬ মিমি

     গ. ৩৬০ মিমি ঘ. ৩৭২ মিমি

     উত্তর : ৩৭২ মিমি

৯।    অপু ও দীপুর বয়সের সমষ্টি ২২ বছর। দীপুর বয়স ১৩ বছর হলে অপু দীপুর চেয়ে কত বছরের ছোট?

     ক. ১ বছর   খ. ২ বছর

     গ. ৩ বছর   ঘ. ৪ বছর

     উত্তর : ৪ বছর


মন্তব্য