kalerkantho

বুধবার । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩। ২৬ রবিউস সানি ১৪৩৮।


বহু নির্বাচনী প্রশ্ন

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. আসাদুজ্জামান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

২২ মার্চ, ২০১৬ ০০:০০১।   মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত নয়—

     ক. মারমা   খ. সাঁওতাল

     গ. মাহালি    ঘ. রাখাইন 

২।

   ঐতিহাসিক পানামনগরের ভবনগুলোতে কোন স্থাপত্যরীতি অনুসরণ করা হয়েছে?

     ক. মোগল    খ. ইউরোপীয় 

     গ. ইরানি    ঘ. প্রাচ্য

৩।   গারোদের শ্রেষ্ঠ উৎসব কোনটি?

     ক. বিজু    

     খ. সাংগ্রাই

     গ. বৈশাখী পূর্ণিমা   

     ঘ. ওয়ানগালা

৪।   কোন জেলায় রাখাইনরা বসবাস করে?

     ক. পটুয়াখালী  খ. বরগুনা 

     গ. কক্সবাজার ঘ. সবগুলো

৫।   আদমজী পাটকল কত সালে প্রতিষ্ঠিত হয়?

     ক. ১৯৪১ সালে    

     খ. ১৯৫১ সালে

     গ. ১৯৬১ সালে         

     ঘ. ১৯৬৯ সালে

৬।   বাংলাদেশের প্রথম চিনিকল কোন জেলায়—

     ক. রাজশাহী  খ. নাটোর

     গ. সিলেট    ঘ. কুষ্টিয়া

৭।   বাংলাদেশে নিউজপ্রিন্ট কাগজকল কোথায়?

      ক. রাজশাহী       খ. নাটোর 

     গ. সিলেট    ঘ. খুলনা

৮।   জাপানের নাগাসাকিতে কবে বোমা নিক্ষেপ করা হয়?

     ক. ৪ আগস্ট ১৯৪৫

     খ. ৬ আগস্ট ১৯৪৫

     গ. ৯ আগস্ট ১৯৪৫ 

     ঘ. ১২ আগস্ট ১৯৪৫

৯।    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাপ্রাপ্ত দেশের সংখ্যা কয়টি?

     ক. ৬টি      খ. ১০টি 

     গ. ১৫টি     ঘ. ৫টি

১০। ইউনেসকোর সদর দপ্তর কোথায়?

     ক. নিউ ইয়র্ক       খ.প্যারিস

     গ. জেনেভা        ঘ. হেগ

১১। জাতিসংঘ সাধারণ পরিষদের  কার্যক্রমের আওতাভুক্ত হলো—

     i. মহাসচিব নিয়োগ

     ii. বাজেট প্রণয়ন

     ii . নিরাপত্তা পরিষদের  অস্থায়ী সদস্য নির্বাচন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii

     গ. ii ও iii   ঘ. i, ii ও iii

১২। দেশের উত্পাদন বৃদ্ধি কোন বিষয়গুলোকে প্রভাবিত করে—

     i. ক্রয়-ক্ষমতা

     ii. জীবনযাত্রার মান

     iii. বৃত্তি বা পেশা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii

     গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩। বান কি মুন হলেন—

     ক. জাতিসংঘের মহাসচিব

     খ. ওআইসির মহাসচিব

     গ. যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী

     ঘ. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

১৪।   কোন উপজাতীয় নারীরা অলংকার পছন্দ করে না?

     i. চাকমা    

     ii. গারো

     iii. সাঁওতাল

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii        খ. i ও iii

     গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫। আসিয়ানের সদস্য রাষ্ট্র হলো—

     i. ভিয়েতনাম

     ii. মালয়েশিয়া

     iii. বাংলাদেশ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii 

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

১৬। ইসলামী সম্মেলন সংস্থার ক্ষেত্রে যেসব তথ্য প্রযোজ্য—

     i. সদর দপ্তর জাকার্তায়

     ii. সদস্য দেশ ৫৭টি

     iii. ১৯৬৯ সালে প্রতিষ্ঠা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii

     গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব ঘাতক ব্যাধির জন্য টিকা দিয়ে থাকে—

     i. টিটেনাস

     ii. যক্ষ্মা

     iii. টাইফয়েড

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  

     খ. i ও iii

     গ. ii ও iii 

     ঘ. i, ii ও iii

১৮। বাহাদুর শাহ পার্ক কে নির্মাণ করেন?

     ক. নবাব বাহাদুর   

     খ. নবাব আব্দুল গফুর

     গ. নবাব আব্দুল গণি

     ঘ. নবাব আব্দুল আলী

১৯। সিপাহি বিদ্রোহে শহীদ সেনাদের স্মৃতি অমর করতে বাহাদুর শাহ পার্কে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়—

     ক. ১৯৪৭ সালে    

     খ. ১৯৫৬ সালে

     গ. ১৯৫৭ সালে    

     ঘ. ১৯৬৬ সালে

২০। ইংরেজ আমলে তৈরি অফিস বাড়িগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল কোনটি?

     ক. কার্জন হল     

     খ. শহীদুল্লাহ হল

     গ. আহসান মঞ্জিল

     ঘ. সরদারবাড়ি

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ

৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ঘ

১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক

১৮. গ ১৯. গ ২০. ক


মন্তব্য