আল-এমরাতুন সুখী,সহকারী শিক্ষক,আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা
১৯ মার্চ, ২০১৬ ০০:০০
১। ১৬৮২ সালে কে ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে বাংলায় আসেন?
উত্তর : ১৬৮২ সালে বাংলার ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হেজেজ হুগলিতে আসেন।
২। কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে পুরোটা সময় খবর প্রচার করে গেছেন বিবিসির কোন সাংবাদিক?
উত্তর : বিবিসির সাংবাদিক মার্ক টালি পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করে গেছেন।
৪। মুসলমান সমাজে কোন সাহিত্যের কদর ছিল?
উত্তর : মুসলমান সমাজে পুঁথিসাহিত্যের ব্যাপক কদর ছিল।
৫। আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন।
৬। ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘প্রত্ন’ শব্দের অর্থ হলো পুরনো বা প্রাচীন।
৭। ভিক্টোরিয়া পার্কটি কে তৈরি করেন?
উত্তর : উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আবদুল গণি ভিক্টোরিয়া পার্কটি নির্মাণ করেন।
৮। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি?
উত্তর : সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার।
৯। সামাজিকীকরণ কী?
উত্তর : সমাজের বিভিন্ন নিয়ম-রীতি আয়ত্ত করার প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ।
১০। কোন উপাদানটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?
উত্তর : ‘সরকার’ রাষ্ট্রের মূল চালিকাশক্তি।
১১। রাষ্ট্র পরিচালনার দলিল কোনটিকে বলা হয়?
উত্তর : সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা
হয়।
১২। ‘সুনামি’ শব্দটির অর্থ কী?
উত্তর : সুনামি জাপানি শব্দ, যার অর্থ হলো ‘সমুদ্রতীরের ঢেউ।
১৩। সাঁওতালরা কোন নৃগোষ্ঠীর লোক?
উত্তর : সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত লোক।
১৪। বাংলাদেশের গারোদের ভাষার নাম কী?
উত্তর : বাংলাদেশের গারোদের ভাষা ‘আচিক খুসিক’।
১৫। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের