kalerkantho


অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আল-এমরাতুন সুখী,সহকারী শিক্ষক,আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০বহু নির্বাচনী প্রশ্ন

 

১।         বাংলাদেশে ইউরিয়া সার কারখানার সংখ্যা কয়টি?

          ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ১২টি

২।        বাংলাদেশে কয়টি টিএসপি সার কারখানা আছে?

          ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি

৩।        ফেঞ্চুগঞ্জ সার কারখানায় জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়?

          ক. কয়লা          খ. জ্বালানি তেল

          গ. প্রাকৃতিক গ্যাস         ঘ. ডিজেল

৪।        ছাতকে বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়—

          ক. ১৯৩০ সালে            খ. ১৯৪০ সালে

          গ. ১৯৫০ সালে ঘ. ১৯৫৪ সালে

৫।        বাংলাদেশে কয়টি সিমেন্ট কারখানা আছে?

          ক. ১২টি খ. ১০টি গ. ৮টি ঘ. ৬টি

৬।        বাংলাদেশে কোন শিল্পটির সম্ভাবনা বেশি?

          ক. পোশাক শিল্প           খ. কাগজ শিল্প

          গ. ওষুধ শিল্প    ঘ. সার শিল্প

৭।        বাংলাদেশের কোন অঞ্চলে প্রচুর চা উত্পাদিত হয়?

          ক. চট্টগ্রাম        খ. পঞ্চগড়

          গ. সিলেট          ঘ. দিনাজপুর

৮।        ২০০৮-০৯ অর্থবছরে জুতা রপ্তানি করে বাংলাদেশ কত ডলার আয় করে?

          ক. ১৯ মিলিয়ন ডলার

          খ. ২৯ মিলিয়ন ডলার

          গ. ২১ মিলিয়ন ডলার

          ঘ. ২৭ মিলিয়ন ডলার

৯।        ২০০৮-০৯ সালে চামড়া বিক্রি করে বাংলাদেশ আয় করে—

          ক. ১৫ কোটি ডলার

          খ. ১৬ কোটি ডলার

          গ. ১৮ কোটি ডলার

          ঘ. ২৯ কোটি ডলার

১০।      বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সঙ্গে প্রায় কত লোক সম্পৃক্ত?

          ক. ২০ লাখ      খ. ৩০ লাখ

          গ. ৪০ লাখ       ঘ. ৫০ লাখ

১১।      বিশ্বে কয়টি দেশ রয়েছে?

          ক. ১৯১টি         খ. ১৯২টি

          গ. ১৯৩টি         ঘ. ১৯৬টি

১২।      প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

          ক. ১৯১২ সালে            খ. ১৯১৩ সালে

          গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৮ সালে

১৩।      প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

          ক. ১৯১৪ সালে            খ. ১৯১৮ সালে

          গ. ১৯১৯ সালে ঘ. ১৯২০ সালে

১৪।      দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত সালে শুরু হয়?

          ক. ১৯১৪ সালে            খ. ১৯১৮ সালে

          গ. ১৯৩৯ সালে ঘ. ১০৪৫ সালে

১৫।      দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

          ক. ১৯১৪ সালে            খ. ১৯১৮ সালে

          গ. ১০৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে

১৬।      লীগ অব নেশনস কখন গঠিত হয়?

          ক. ১৯১৮ সালে            খ. ১৯২০ সালে

          গ. ১৯৩৯ সালে ঘ. ১৯২১ সালে

১৭।      দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের কখন জাপানের হিরোশিমার ওপর আণবিক বোমা নিক্ষেপ করা হয়?

          ক. ৪ আগস্ট    খ. ৬ আগস্ট

          গ. ৯ আগস্ট     ঘ. ১২ আগস্ট

১৮।      জাপানের নাগাসাকির ওপর ১৯৪৫ সালের কখন বোমা নিক্ষেপ করা হয়?

          ক. ৪ আগস্ট    খ. ৬ আগস্ট

          গ. ৯ আগস্ট     ঘ. ১২ আগস্ট

১৯।      জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

          ক. ১৯১৮ সালে            খ. ১৯৩৫ সালে

          গ. ১৯৪৪ সালে ঘ. ১৯৪৫ সালে

২০।      জাতিসংঘ দিবস কোনটি?

          ক. ১৫ জুন       খ. ১২ অক্টোবর

          গ. ২৪ অক্টোবর ঘ. ২৪ নভেম্বর

২১।      জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?

          ক. ৪০ খ. ৫০

          গ. ৬০  ঘ. ৬৫

২২।      জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?

          ক. ১৯১         খ. ১৯২

          গ. ১৯৩          ঘ. ১৯৪

২৩।      জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি?

          ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি

২৪।      জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

          ক. প্যারিস        খ. লন্ডন

          গ. নিউ ইয়র্ক    ঘ. ওয়াশিংটন

২৫।      জাতিসংঘের প্রধানের পদবি কী?

          ক. চেয়ারম্যান  

          খ. মহাসচিব

          গ. মহাপরিচালক           ঘ. প্রেসিডেন্ট

 

উত্তরগুলো মিলিয়ে নাও

 

১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. গ

৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ

১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. গ

২৩. গ ২৪. গ ২৫. খ


মন্তব্য