জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
১৩ মার্চ, ২০১৬ ০০:০০
১। সরলতম বহুকোষী প্রাণী—
ক. হাইড্রা খ. যকৃৎ কৃমি
গ. স্পঞ্জিলা ঘ. গোল কৃমি
২। কোন প্রাণীর ক্ষেত্রে উপপর্ব লিখতে হয়?
ক. কুনোব্যাঙ খ. আরশোলা
গ. তারামাছ ঘ. কেঁচো
৩। জিনের অবস্থান কোথায়?
ক. ক্রোমোজোমে
খ. নিউক্লিওপ্লাজমে
গ. সাইটোপ্লাজমে
ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৪। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ার ফলে কী ঘটে?
ক. সালোকসংশ্লেষণ
খ. শোষণ
গ. অভিস্রবণ
ঘ. প্রস্বেদন
৫। কচুর প্রজনন অঙ্গ কোনটি?
ক. স্টোলন খ. কন্দ
গ. রাইজোম ঘ. অফসেট
৬। বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন হলো—
i. সাইটোকাইনিন
ii. অ্যাবসিসিক
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ১১ ও ভরসংখ্যা ২৩ হলে এর নিউট্রনসংখ্যা কত হবে?
ক. ১২ খ. ১৩
গ. ২২ ঘ. ৪৪
৮। কোন মৌলটি স্থিতিশীল?
ক. কার্বন
খ. নাইট্রোজেন
গ. হিলিয়াম
ঘ. লিথিয়াম
৯। কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ক. মেরু অঞ্চলে
খ. বিষুবীয় অঞ্চলে
গ. ক্রান্তীয় অঞ্চলে
ঘ. ভূ-কেন্দ্রে
১০। বস্তুর ওজনের একক কোনটি?
ক. মিটার খ. গ্রাম
গ. কিলোগ্রাম ঘ. নিউটন
১১। তড়িৎ প্রবাহের জন্য দুটি অবস্থানে অবশ্যই কী থাকতে হবে?
ক. বিভব পার্থক্য
খ. পর্যাবৃত্ত প্রবাহ
গ. ইলেকট্রন প্রবাহ
ঘ. একমুখী প্রবাহ
নিচের বিক্রিয়ার আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঈধঈঙ৩ + অমই+ঈ
এখানে অ হলো খাদ্যদ্রব্য হজমকারী এসিড।
১২। অ যৌগটির রাসায়নিক নাম কী?
ক. কার্বনিক এসিড
খ. কার্বোলিক এসিড
গ. নাইট্রিক এসিড
ঘ. হাইড্রোক্লোরিক এসিড
১৩। ঈ যৌগটির ক্ষেত্রে গ্রহণযোগ্য তথ্য হলো—
i. এটি অগ্নিনির্বাপক
ii. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী
iii. সালফারের চেয়ে হালকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪। কোনটি ক্ষারক?
ক. K2O
খ. HCl
গ. Na2SO4
ঘ. CuO
১৫। ভিনেগারের সংকেত—
ক. HOOC-COOH
খ. CH3COOH
গ. HCl
ঘ. H2SO4
১৭। চোখের শ্বেতমণ্ডল মূলত কী?
ক. আলোগ্রাহী পর্দা
খ. গোলাকার ছিদ্রপথ
গ. অস্বচ্ছ আবরণ
ঘ. কর্নিয়া
১৮। কোন মাধ্যমটি বেশি গাঢ়?
ক. পানি খ. তেল
গ. পারদ ঘ. বায়ু
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. খ
৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. ক
১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ
১৭. গ ১৮. গ
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের