গোলাম মুর্শিদ কিরণ, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
১২ মার্চ, ২০১৬ ০০:০০
ইতিহাস পরিচিতি
১। কত সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল?
উত্তর : ১৯৭১ সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল।
২। ‘ইতিহাস’ শব্দটির উত্পত্তি কোন শব্দ থেকে?
উত্তর : ‘ইতিহাস’ শব্দটির উত্পত্তি ‘ইতিহ’ শব্দ থেকে।
৩। ‘ইতিহ’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘ইতিহ’ শব্দটির অর্থ ‘ঐতিহ্য’।
৪। কোন শব্দ থেকে ‘Historু’ শব্দটির উত্পত্তি হয়েছে?
উত্তর : গ্রিক শব্দ ‘Historia’ থেকে ‘History’ শব্দটির উত্পত্তি হয়েছে?
৫। হিস্টোরিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
৬। ইতিহাস কী?
উত্তর : ইতিহাস হলো মানবসমাজের অনন্ত ঘটনাপ্রবাহ।
৭। ‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা’—কার উক্তি?
উত্তর : ‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা’—উক্তিটি র্যাপসনের।
৮। আধুনিক ইতিহাসের জনক কে?
উত্তর : আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন্ র্যাংকে।
৯। কার মতে ‘ইতিহাস মানেই হলো নগ্ন সত্য’?
উত্তর : জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন্ র্যাংকের মতে, ‘ইতিহাস মানেই হলো নগ্ন সত্য।’
১০। কার মতে ‘সমাজের জীবনই ইতিহাস’?
উত্তর : টয়েনবির মতে, ‘সমাজের জীবনই ইতিহাস।’
১১। সঠিক ইতিহাস লিখতে কিসের গুরুত্ব অপরিসীম?
উত্তর : সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম।
১২। ‘তবকাত-ই-নাসিরী’-এর লেখক কে?
উত্তর : ‘তবকাত-ই-নাসিরী’-এর লেখক মিনহাজ-উস-সিরাজ।
১৩। কার বর্ণনায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ এক ধরনের কল্পকাহিনী?
উত্তর : তিব্বতি লেখক লামা তারানাথের বর্ণনায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ এক ধরনের কল্পকাহিনী।
১৪। ‘উয়ারী-বটেশ্বর’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘উয়ারী-বটেশ্বর’ নরসিংদী জেলায় অবস্থিত।
১৫। বাংলাদেশে আড়াই হাজার বছর আগেও কিসের অস্তিত্ব ছিল?
উত্তর : বাংলাদেশে আড়াই হাজার বছর আগেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল?
১৬। কোন আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নব দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে?
উত্তর : উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নব দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে?
১৭। ইতিহাস বিরামহীনভাবে কী বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে?
উত্তর : ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনাগুলো বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে।
১৮। কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে কী বলে?
উত্তর : কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে।
১৯। ইতিহাসের বিচরণক্ষেত্র কী?
উত্তর : অতীত ঘটনাপ্রবাহই ইতিহাসের বিচরণক্ষেত্র।
২০। ইতিহাস কোন কালমুখী?
উত্তর : ইতিহাস অতীত ও বর্তমানমুখী।
২১। ইতিহাসের বৈশিষ্ট্য কী?
উত্তর : বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ইতিহাসের বৈশিষ্ট্য।
২২। একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর কী সম্প্রসারিত হচ্ছে?
উত্তর : একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর।
২৩। দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে কী পাঠ অত্যন্ত জরুরি?
উত্তর : দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি।
২৪। ইতিহাসজ্ঞান মানুষকে কী করে তোলে?
উত্তর : ইতিহাসজ্ঞান মানুষকে সচেতন করে তোলে।
২৫। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কী বলা হয়?
উত্তর : ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের