kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা   

১২ মার্চ, ২০১৬ ০০:০০১।   কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?    

     ক. ১৭৫৭ সালে     খ. ১৮৫০ সালে

     গ. ১৮৫৭ সালে     ঘ. ১৯৫৭ সালে

২।   ৯ নম্বর সেক্টরের অধীনে ছিল—

     i.  বরিশাল জেলা

     ii. পটুয়াখালী জেলা

     iii. খুলনা জেলার দক্ষিণাঞ্চল

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii        খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩।   ১৯৭১ সালের কত তারিখ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়?

     ক. ২ মার্চ   খ. ৩ মার্চ

     গ. ৬ মার্চ   ঘ. ২৫ মার্চ

৪।   ‘ধর্মমঙ্গল’ কার লেখা?

     ক. মুকুন্দরাম  খ. ঘনরাম

     গ. বিজয়গুপ্ত  ঘ. ভারতচন্দ্র

৫।   ময়মনসিংহ শহরে কত সালে জাদুঘর প্রতিষ্ঠিত হয়?

     ক. ১৮৬৯ সালে     খ. ১৯০১ সালে

     গ. ১৯৬০ সালে     ঘ. ১৯৬৯ সালে

৬।   উন্নয়নশীল দেশে জনশিক্ষার প্রধান মাধ্যম কোনটি?

     ক. সংবাদপত্র  খ. বেতার

     গ. টেলিভিশন  ঘ. চলচ্চিত্র

৭।   ২০১১-১২ অর্থবছরে জাতীয় উত্পাদনে শিল্প খাতের অবদান—

     ক. ১৪.৯০ শতাংশ   খ. ৪.৩৯ শতাংশ

     গ. ১০.৭২ শতাংশ   ঘ. ১৯.০১ শতাংশ

৮।   ২০১১-১২ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল—

     ক. ৭৯১৬ মিলিয়ন মার্কিন ডলার

     খ. ৮৪২৩ মিলিয় মার্কিন ডলার

     গ. ৯৪২৩ মিলিয়ন মার্কিন ডলার

     ঘ. ৯৯১৬ মিলিয়ন মার্কিন ডলার

৯।   আমাদের দেশে প্রায়ই ভূমিধস হয়—

     i.  নেত্রকোনা       ii. সিলেট

     iii. চট্টগ্রাম

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১০।  কত সালের মধ্যে ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ?

     ক. ২০১৪ সাল      খ. ২০১৫ সাল

     গ. ২০১৬ সাল ঘ. ২০২০ সাল

১১।  জাপানে কিশোর অপরাধের বয়সসীমা—

     ক. ৭ থেকে ১৬ বছর

     খ. ৭ থেকে ১৮ বছর

     গ. ৮ থেকে ১৬ বছর

     ঘ. ১৪ থেকে ২০ বছর

১২।  চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম—

     ক. পিনোন   খ. হাদি

     গ. দকমান্দা  ঘ. দকশাড়ি

১৩।  বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ—

     ক. ২০,০০০ বর্গকিলোমিটার

     খ. ২২,৯৩৮ বর্গকিলোমিটার

     গ. ২৪,৯৩৮ বর্গকিলোমিটার

     ঘ. ২৫,৫৩০ বর্গকিলোমিটার

১৪।  প্রাকৃতিক গ্যাসভিত্তিক প্রথম সার কারখানা প্রতিষ্ঠিত হয়—

     ক. ১৯৪০ সালে     খ. ১৯৫৩ সালে

     গ. ১৯৬১ সালে     ঘ. ১৯৭৪ সালে

১৫।  ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’ কোথায়?

     ক. চট্টগ্রামে   খ. সিলেটে

     গ. খুলনায়   ঘ. গাজীপুরে

১৬।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে—

ক. শিশুদের কল্যাণের জন্য

     খ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য

     গ. স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য

     ঘ. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির জন্য

১৭।  কোন দেশ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল?

     ক. সোভিয়েত ইউনিয়ন খ. যুক্তরাষ্ট্র

     গ. চীন      ঘ. নেপাল

১৮।  খরা কেটে যাওয়ার পর কৃষিকাজে কোন সার ব্যবহার করা উচিত?

     ক. রাসায়নিক সার         খ. টিএসপি  

     গ. জৈব সার       ঘ. পটাশ সার

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ঘ

৮. খ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ

১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. গ


মন্তব্য