kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

এইচএসসি প্রস্তুতি সমাজবিজ্ঞান প্রথম পত্র

আবুল কালাম আল মাহমুদ, প্রভাষক, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল   

৮ মার্চ, ২০১৬ ০০:০০১।   অবস্তুগত সংস্কৃতি হলো—

     i. ধ্যানধারণা

     ii. রীতিনীতি তথা মূল্যবোধ

     iii. তৈজসপত্র

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii              খ. i, iii

     গ. ii, iii             ঘ. i, ii ও iii

     উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রুমার মা ভালো হারমোনিয়াম বাজান। সে তার মায়ের কাছ থেকেই গান শেখে। এক প্রতিযোগিতায় যন্ত্রসংগীতে প্রথম স্থান অধিকার করে।

২।   রুমার গান শেখার এ আগ্রহকে কী বলা হয়?

     ক. সংস্কৃতি        খ. সভ্যতা

     গ. সংস্কার         ঘ. শিল্প

৩।   রুমার হারমোনিয়াম বাজানো থেকে গিটারে আগ্রহ সংস্কৃতি ও সভ্যতার কোন উপাদানগুলোকে প্রভাবিত করেছে বলে তুমি মনে করো?

     ক. বস্তুগত উপাদান  

     খ. অবস্তুগত উপাদান

     গ. যান্ত্রিক উপাদান  

     ঘ. কলাকৌশলগত উপাদান

৪।   সভ্যতার পরিমাপ করা যায়—

     i. দক্ষতার ভিত্তিতে

     ii. উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে

     iii. কলাকৌশলের প্রয়োগ দেখে

     নিচের কোনটি সঠিক?

     ক. i  খ. ii, iii

     গ. i, iii                ঘ. i, ii ও iii

৫।   সভ্যতার পরিমাপ করা যায় কিভাবে?

     ক. জরিপের মাধ্যমে   খ. গণনার মাধ্যমে

     গ. মাপকাঠির মাধ্যমে  ঘ. দক্ষতার মাধ্যমে

৬।   আধুনিক সমাজবিজ্ঞানীদের মতে বিবাহ কী?

     ক. সাংস্কৃতিক অনুষ্ঠান 

     খ. ধর্মীয় অনুষ্ঠান

     গ. রাজনৈতিক অনুষ্ঠান

     ঘ. পারিবারিক অনুষ্ঠান

৭।   কোনটি সামাজিক চুক্তি?

     ক. আনুষ্ঠানিকতা     খ. বন্ধুত্ব

     গ. বিবাহ    ঘ. জ্ঞাতি

৮।   কোন বিবাহ পদ্ধতিতে নিজ গোত্রে বিবাহ নিষিদ্ধ?

     ক. সরোরেট   খ. বহির্বিবাহ

     গ. অন্তর্বিবাহ  ঘ. লেভিরেট

৯।   দক্ষিণ ভারতের টোডা সমাজে কোন বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল?

     ক. বহু স্ত্রী বিবাহ    খ. গোষ্ঠী বিবাহ

     গ. লেভিরেট বিবাহ   ঘ. বহু স্বামী বিবাহ

১০। রক্ত সম্পর্কীয় সূত্র ব্যতীত নারী ও পুরুষের মোটামুটি স্থায়ী সম্পর্ক কোনটি?

     ক. বন্ধুত্ব         খ. বিবাহ

     গ. সহকর্মী        ঘ. সহপাঠী

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ


মন্তব্য