kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

মো. সুজাউদ দৌলা, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

৭ মার্চ, ২০১৬ ০০:০০শব্দের শ্রেণি বিভাগ

 

১।   অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?

     ক. পদ      খ. বাক্য

     গ. শব্দ      ঘ. ধ্বনি

২।   ভাষার মূল উপকরণ কী?

     ক. অক্ষর    খ. ধ্বনি

     গ. বর্ণ ঘ. শব্দ

৩।   বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?

     ক. তিন ভাগে

     খ. চার ভাগে

     গ. পাঁচ ভাগে

     ঘ. ছয় ভাগে

৪।   তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের কী কী শ্রেণিবিভাগ করা হয়?

     ক. উত্পত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক

     খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক

     গ. উত্পত্তিমূলক, ব্যুত্পত্তিমূলক, উৎসমূলক

     ঘ. উত্পত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক

৫।   গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক. দুই      খ. তিন

     গ. চার      ঘ. পাঁচ

৬।   অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক. দুই      খ. তিন 

     গ. চার      ঘ. পাঁচ

৭।   কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?

     ক. যৌগিক শব্দ     

     খ. মৌলিক শব্দ

     গ. সাধিত শব্দ     

     ঘ. রূঢ় শব্দ

৮।   মৌলিক শব্দ কোনটি?

     ক. গায়ক    খ. গোলাপি

     গ. গোলাপ   ঘ. হরিণ

৯।   সাধিত শব্দগুলো সাধারণত—

     ক. অর্থবাচক শব্দ   

     খ. স্ত্রীবাচক শব্দ

     গ. পুরুষবাচক শব্দ  

     ঘ. জাতিবাচক শব্দ

১০।  সাধিত শব্দগুলো সাধারণত—

     ক. বিশেষ শব্দ

     খ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ

     গ. অর্থবাচক শব্দ   

     ঘ. মৌলিক শব্দ

১১।  প্র+শাসন = প্রশাসন, এ শব্দটি গঠন অনুসারে—

     ক. মৌলিক শব্দ    

     খ. সাধিত শব্দ

     গ. যৌগিক শব্দ

     ঘ. যোগরূঢ় শব্দ

১২।  যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের কী বলে?

     ক. মৌলিক শব্দ    

     খ. যোগরূঢ় শব্দ

     গ. রূঢ়ি শব্দ 

     ঘ. যৌগিক শব্দ

১৩।  গায়ক = গৈ+ণক (অক)

     অর্থ গান করে যে

     কোন শব্দের উদাহরণ?

     ক. যোগরূঢ় শব্দের

     খ. নবসৃষ্ট শব্দের

     গ. যৌগিক শব্দের   

     ঘ. রূঢ়ি শব্দের

১৪।  ‘গায়ক’ কোন শব্দ?

     ক. রূঢ়ি    

     খ. যৌগিক শব্দ

     গ. যোগরূঢ় শব্দ    

     ঘ. পরিশব্দ

১৫।  যৌগিক শব্দ কোনটি?

     ক. গায়ক   

     খ. প্রবীণ   

     গ. তৈল    

     ঘ. জলধি

১৬।  ‘দৌহিত্র’ কোন শব্দ?

     ক. রূঢ়ি শব্দ 

     খ. যৌগিক শব্দ

     গ. যোগরূঢ় শব্দ    

     ঘ. দেশি শব্দ

১৭।  ‘দৌহিত্র’ অর্থ কী?

     ক. দুজন হিতাকাঙ্ক্ষী  

     খ. দেয়ালের লেখন

     গ. কন্যার পুত্র     

     ঘ. ছেলের পুত্র

১৮।  কোনটি যৌগিক শব্দ নয়?

     ক. দৌহিত্র  

     খ. বাবুয়ানা

     গ. কর্তব্য

     ঘ. রাজপুত্র

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক

১৬. খ ১৭. গ ১৮. ঘ


মন্তব্য