kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

অষ্টম শ্রেণি : গার্হস্থ্য বিজ্ঞান

ওয়াজিফা খাতুন, সহকারী প্রধান শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

৫ মার্চ, ২০১৬ ০০:০০১।   মানবীয় সম্পদ—

     ক. বাড়ি          খ. গাড়ি

     গ. মনোভাব        ঘ. লাইব্রেরি

২।   নিচের কোনগুলো শ্রমলাঘব সরঞ্জাম?

     ক. ওয়াশিং মেশিন, হাঁড়ি, ওভেন

     খ. কড়াই, প্রেসার কুকার, ওভেন

     গ. সসপ্যান, ওয়াশিং মেশিন, ইস্ত্রি

     ঘ. ওয়াশিং মেশিন, প্রেসার কুকার, ওভেন

৩।   বাজেট রচনায় সর্বপ্রথম কোন বিষয়টি জানতে হয়?

     ক. সদস্য সংখ্যা     খ. আয়

     গ. ব্যয়     ঘ. খাত

৪।   সাপে কাটার সঙ্গে সঙ্গে কয়টি বাঁধন দিতে হয়?

     ক. এক      খ. দুই

     গ. তিন     ঘ. চার

৫।   সদ্যোজাত শিশুর প্রতি মিনিটে নাড়ির স্পন্দন কতবার?

     ক. ১৩০-১৪০

     খ. ১১০-১২০

     গ. ১০০-১১০

     ঘ. ৮০-৯০

৬।   কিডনি রোগীর ক্ষেত্রে কোন খাদ্য উপাদানটি কমাতে হয়?

     ক. কার্বোহাইড্রেট    

     খ. স্নেহপদার্থ

     গ. ভিটামিন   ঘ. প্রোটিন

৭।   পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম কী?

     ক. ইস্ট্রোজেন 

     খ. টেস্টোস্টেরন

     গ. গোনাডোট্রপিক   

     ঘ. ইনসুলিন

৮।   ভালো ছেলেমেয়ের বৈশিষ্ট্য হলো—

     i. নিয়মিত লেখাপড়া করা

     ii. হিংসা না করা

     iii. বন্ধুর মতো না মেশা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii ও iii

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

৯।   পানিবাহিত রোগ কোনটি?

     ক. ডায়রিয়া   খ. হাম

     গ. যক্ষ্মা     ঘ. মাম্পস

১০।  জ্বর মাপার জন্য থার্মোমিটার কত মিনিট রাখতে হয়?

     ক. এক      খ. দুই 

     গ. তিন     ঘ. চার

     নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রীপার মাসিক আয় ১৫,০০০ টাকা। হিসাব করে দেখা গেল মাসে তার মোট ১৮,০০০ টাকা ব্যয় হয়।

১১।  রীপার বাজেটটি কী ধরনের?

     ক. সুষম     খ. অসম

     গ. উদ্বৃত্ত     ঘ. ঘাটতি

১২।  কী ধরনের বাজেট হলে তার বাজেটটি সর্বোত্তম হতো?

     ক. সুষম     খ. উদ্বৃত্ত

     গ. ঘাটতি    ঘ. অসম

১৩। অটিজমের ক্ষেত্রে বলা যায়—

     i. অটিজম নিরাময়যোগ্য

     ii. শিশুরা আজীবন অক্ষমতার সমস্যায় ভোগে

     iii. বিশেষ শিক্ষা দিয়ে পরিণত বয়সে আত্মনির্ভর করা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১৪।  সাধারণ বুদ্ধিসম্পন্ন শিশুর বুদ্ধিমত্তা (আইকিউ) কত?

     ক. ৭০

     খ. ৭০-এর নিচে

     গ. ১০০    

     ঘ. ১৩০-এর ওপরে

১৫।  কত বছর বয়সের নিচে মেয়েরা বিয়ে করতে পারে না?

     ক. ১০ বছর  খ. ১২ বছর

     গ. ১৬ বছর  ঘ. ১৮ বছর

১৬।  কত বছর বয়সের শিশুদের প্রাক-বিদ্যালয়গামী শিশু বলা হয়?

     ক. ১-৩ বছর খ. ২-৪ বছর

     গ. ৩-৪ বছর ঘ. ৪-৬ বছর

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ক

৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক ১০. খ

১১. ঘ ১২. খ  ১৩. গ ১৪. গ

১৫. ঘ ১৬. খ


মন্তব্য