kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা   

৫ মার্চ, ২০১৬ ০০:০০বাংলা ও বাংলার মানুষ

 

১।   পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়—

     ক. ১৯৪৫ সালে    

     খ. ১৯৪৭ সালে

     গ. ১৯৪৮ সালে    

     ঘ. ১৯৭১ সালে

২।   প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন—

     ক. শেখ মুজিবুর রহমান

     খ. সৈয়দ নজরুল ইসলাম

     গ. তাজউদ্দীন আহমদ

     ঘ. এম মনসুর আলী

৩।   কত হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?

     ক. ৮০ হাজার

     খ. ৯০ হাজার

     গ. ৯২ হাজার

     ঘ. ৯৩ হাজার

৪।   হিউয়েন সাঙ বাংলা সম্পর্কে বলেছেন—

     i. এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ

     ii. এখানে সর্বত্র প্রচুর শস্য জন্মায়

     iii. এখানকার মানুষ পরিশ্রমী

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii ও iii

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

৫।   ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

     ক. দুটি খ. তিনটি

     গ. চারটি    ঘ. পাঁচটি

৬।   বাংলাদেশের তিন দিক জুড়ে রয়েছে—

     ক. ভারত    খ. মিয়ানমার

     গ. নেপাল    ঘ. ভুটান

৭।   ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ নতুন ভূমির সর্বোচ্চ বয়স—

     ক. প্রায় দশ হাজার বছর

     খ. প্রায় বিশ হাজার বছর

     গ. প্রায় দশ লক্ষ বছর

     ঘ. প্রায় বিশ লক্ষ বছর

৮।   পদ্মা নদীর অপর নাম কী?

     ক. কীর্তনখোলা

     খ. কীর্তিনাশা

     গ. বিপাশা  

     ঘ. কীর্তিমঙ্গল

৯।   আমাদের দেশের বেশির ভাগ নদীর উৎস কোথায়?

     ক. মিয়ানমারে খ. নেপালে

     গ. ভারতে    ঘ. চীনে

১০।  বাংলাদেশে প্রতিবছর হাজারে কত জন বৃদ্ধি পায়?

     ক. ৫ জন    খ. ১০ জন

     গ. ১১ জন   ঘ. ২০ জন

১১।  চীনে এক বর্গকিলোমিটারে বাস করে—

     ক. ৩৪ জন   খ. ৮.৬৭ জন

     গ. ৪১০ জন  ঘ. ১৪৪ জন

১২। ২০১১ সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

     ক. ১.১ শতাংশ    

     খ. ১.৩৭ শতাংশ

     গ. ২.৪৭ শতাংশ   

     ঘ. ৩.৪৫ শতাংশ

১৩।  ১৯৯০ সালে দেশে প্রতি হাজারে কত শিশু মারা যেত?

     ক. ৫০ জন   খ. ১৯৯ জন

     গ. ১৩৯ জন  ঘ. ২৩৯ জন

১৪।  আমেরিকার জনসংখ্যার ঘনত্ব কত?

     ক. ৮.৬৭ জন খ. ৩৪ জন

     গ. ৩৬ জন   ঘ. ১৪৪ জন

১৫।  হিউয়েন সাঙ কত সালে বাংলায় আসেন?

     ক. ৬০০ সালে

     খ. ৬২৯ সালে

     গ. ৬৩৯ সালে

     ঘ. ৭২৯ সালে

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক

৭. ক ৮. খ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. খ

১৩. গ ১৪. খ ১৫. গ


মন্তব্য