kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

সপ্তম শ্রেণি : আইসিটি

সৈয়দ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা   

৫ মার্চ, ২০১৬ ০০:০০১।   ফেসবুকে কেউ যদি মনের ভাব প্রকাশ করতে চায়, তাহলে কী করতে হবে?

     ক. মাইক্রোফোনে বলতে হবে 

     খ. প্রোফাইল ছবি বদলাতে হবে

     গ. টুইট করতে হবে  

     ঘ. স্টেটাস লিখে পোস্ট করতে হবে

২।   তুমি যদি ফেসবুকে কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও, তাহলে তোমার করণীয় হচ্ছে—

     ক. সবাইকে ভিডিও কপি করে দিতে হবে

     খ. ব্লগে রেখে দিতে হবে

     গ. ওয়ালে প্রকাশ করতে হবে

     ঘ. ই-মেইল করে পাঠিয়ে দিতে হবে

৩।   কোনটি আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়?

     ক. ক্যামেরা       

     খ. মোবাইল ফোন, জিপিএস

     গ. কম্পিউটার      

     ঘ. ফ্যাক্স

৪।   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কী করা যায়?

     i. বই পড়া যায়

     ii. ব্যাংকের লেনদেন করা যায়

     iii. গান শোনা যায়

     ওপরের তথ্যের আলোকে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. ii ও iii 

     গ. i ও iii        ঘ. i, ii ও iii

৫।   আগে অফিসের ফাইল এক ঘর থেকে অন্য অফিসে যেতে কয়েক দিন পর্যন্ত লেগে যেত—নতুন ইলেকট্রনিক ফাইল এক অফিস থেকে অন্য অফিসে যেতে কত সময় লাগে?

     ক. চোখের পলকে         খ. ১ ঘণ্টা

     গ. ১০ মিনিট       ঘ. ৬ ঘণ্টা

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক


মন্তব্য