kalerkantho


সংক্ষিপ্ত প্রশ্ন

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

তাহেরা-বিনতে-রহমান, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড, ঢাকা   

৪ মার্চ, ২০১৬ ০০:০০১।   আমাদের প্রত্যেকের কিসে ভিন্নতা আছে?

     উত্তর : আমাদের প্রত্যেকের প্রতিভায় ভিন্নতা আছে, আচরণেও ভিন্নতা আছে।

২।   ডাকলে সাড়া দেয় না কারা?

     উত্তর : আমাদের অন্য রকম বন্ধুদের নাম ধরে ডাকলে সাড়া দেয় না।

৩।   কাদের আদর করতে গেলে রেগে যায়?

     উত্তর : আমাদের অন্য রকম বন্ধুদের আদর করতে গেলে রেগে যায়/অটিস্টিক শিশুদের আদর করতে গেলে রেগে যায়।

৪।   কারা কখনো কখনো একই শব্দ বারবার বলতে থাকে?

     উত্তর : অটিস্টিক শিশুরা একই শব্দ বারবার বলতে থাকে।

৫।   আমাদের অন্য রকম বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কেন?

     উত্তর : আমাদের অন্য রকম বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। কারণ ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না।

৬।   কোন ধরনের শিশুরা অনেক সময় অন্যের ভাষায় কথা বলে?

     উত্তর : অটিস্টিক শিশুরা অনেক সময় অন্যের ভাষায় কথা বলে।

৭।   ‘অটিজম’ কী?

     উত্তর : ‘অটিজম’ একটি বিকাশগত সমস্যা।

৮।   কাদের ‘অটিস্টিক শিশু’ বলা হয়?

     উত্তর : ‘অটিজম’ নামক বিকাশগত সমস্যায় আক্রান্ত শিশুদের ‘অটিস্টিক’ শিশু বলা হয়।

৯।   কিভাবে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব?

     উত্তর : সমস্যার ধরনগুলো জেনে সঠিক চিকিৎসার মাধ্যমে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব।

১০। অটিস্টিক শিশুর কিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে?

     উত্তর : কোনো একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি অটিস্টিক শিশুর প্রবল আকর্ষণ থাকে।

১১। অটিস্টিক শিশুরা শারীরিকভাবে কেমন হয়?

     উত্তর : অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়।

১২। কোনো কোনো অটিস্টিক শিশু কিসের অধিকারী হয়?

     উত্তর : কোনো কোনো অটিস্টিক শিশু চমত্কার প্রতিভার অধিকারী হয়।

১৩। অটিস্টিক শিশুরা কিসের প্রতি অতি সংবেদনশীল থাকে?

     উত্তর : অটিস্টিক শিশুরা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে।

১৪। অটিস্টিক শিশুরা সব কাজ কিভাবে করতে চায়?

     উত্তর : অটিস্টিক শিশুরা সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়।

১৫। অটিস্টিক শিশুরা কখন খুবই উত্তেজিত হয়?

     উত্তর : দৈনিক কাজের রুটিন বদল হলে অটিস্টিক শিশুরা খুবই উত্তেজিত হয়।

১৬। অটিস্টিক শিশুরা কাপড় পরতে চায় না কেন?

     উত্তর : সংবেদনশীল ত্বকের কারণে অটিস্টিক শিশুরা কোনো কোনো কাপড় পরতে চায় না।

১৭। শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী কী দেওয়া যাচ্ছে না?

     উত্তর : শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী শ্রেণিকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া যাচ্ছে না।

১৮। জনসংখ্যা বৃদ্ধির কারণে কিসের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে?

     উত্তর : জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

১৯। বাংলাদেশে কতজন লোকের জন্য মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন?

     উত্তর : বাংলাদেশে প্রতি ৪০৪৩ জনের জন্য মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন।

২০। দেশের জনগণের জীবনযাত্রার মান কিভাবে নির্ধারিত হয়?

     উত্তর : খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মিলেই নির্ধারিত হয় দেশের জনগণের জীবনযাত্রার মান।

২১। অতিরিক্ত জনসংখ্যার চাপে কী হচ্ছে?

     উত্তর : অতিরিক্ত জনসংখ্যার চাপে দেশে দারিদ্র্য বিমোচন বাধাপ্রাপ্ত হচ্ছে, বেকারত্ব বাড়ছে এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না।

২২। দেশের সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়া ও উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণ কী?

     উত্তর : দেশে সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়া ও উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার পেছনে অতিরিক্ত জনসংখ্যা অন্যতম কারণ।

২৩। নারী উন্নয়নের জন্য কী কী দরকার?

     উত্তর : নারী উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার, নারীর কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ দরকার।

২৪। বর্তমানে বাংলাদেশে প্রধান আলোচিত বিষয় কী?

     উত্তর : বর্তমানে বাংলাদেশে পরিবেশ সমস্যা একটি প্রধান আলোচিত বিষয়।

২৫। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদানগুলো কী কী?

     উত্তর : একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের তিনটি উপাদানের মধ্যে দুটি হচ্ছে জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদ। তৃতীয়টি হচ্ছে মূলধন।

২৬। জনসম্পদ কিসের জন্য প্রয়োজন?

     উত্তর : প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন জনসম্পদ।


মন্তব্য