kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

মাজেদুল হক খান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

৪ মার্চ, ২০১৬ ০০:০০১।   উদ্যোগ বিষয়টি সর্বপ্রথম অর্থনীতিতে প্রচলন করেন কে?

     ক. ডাব্লিউ জনসন   

     খ. ক্যানটিলন

     গ. ফিলিপ কটলার   

     ঘ. আর এন কার্টার

২।   শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োগের আগে পরামর্শ দেওয়া কোন প্রতিষ্ঠানের কাজ?

     ক. বিটাক    খ. বিসিএসআইআর

     গ. সিআইই   ঘ.  আইসিবি

৩।   ‘মুনাফার প্রতি আকর্ষণ’ উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য?

     ক. ব্যক্তিগত  খ. সামাজিক

     গ. অর্থনৈতিক ঘ. মনস্তাত্ত্বিক

৪।   কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?

     ক. দুই খ. তিন গ. চার ঘ. ছয়

৫।   উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণগুলো হলো—

     i. পরিকল্পিত উন্নয়ন

     ii. জনসংখ্যা বৃদ্ধি

     iii. অর্থনীতির অনগ্রসরতা

     কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ.  i, ii  ও iii

৬।   ‘পদোন্নতির অভাব’ ক্ষুদ্র ব্যবসায়ের কোন ধরনের সমস্যা?

     ক. সামাজিক  খ. ব্যক্তিগত

     গ. পারিবারিক ঘ. পেশাগত

৭।   ‘ধর্মীয় অনুভূতি’ সামষ্টিক নির্বাচনের কোন পরিবেশের অন্তর্গত?

     ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক

     গ. সাংস্কৃতিক  ঘ. প্রাকৃতিক

৮।   যে দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক বিবেচনা করা হয়, তা হলো—

     i. যান্ত্রিক     ii. আর্থিক

     iii. প্রযুক্তিগত

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii  ও iii

৯।   কিসের ওপর প্রকল্পের সফল বাস্তবায়ন নির্ভর করে?

     ক. সামষ্টিক নির্বাচন

     খ. সঠিক পণ্য নির্বাচন

     গ. প্রকল্প ধারণা

     ঘ. ব্যষ্টিক নির্বাচন

১০।  নিচের কোনটি প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে?

     ক. বাজার জরিপ     খ. দাম তথ্য

     গ. সৃজনশীলতা ঘ. প্রতিযোগীদের অবস্থা

১১।  ‘বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার’ ব্যষ্টিক নির্বাচনের কোন দিকের অন্তর্গত?

     ক. বাজারজাতকরণ  

     খ. আর্থিক

     গ. বাণিজ্যিক  ঘ. কারিগরি

১২।  নিচের কোনটি রাজস্ব সুবিধার

     অন্তর্গত?

     i. দ্বৈতকর রেয়াত

     ii. বিনিয়োগ ভাতা

     iii. কর ধার্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii  ও iii

১৩।  মি. জুনায়েদ একটি ব্যবসাপ্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছেন। এ ক্ষেত্রে তিনি সরকারি সহায়তার ক্ষেত্রে কী কী বিষয়ে ভাববেন?

     ক. নিরাপত্তামূলক সহায়তা

     খ. শিল্পনীতি ও রাজস্ব সহায়তা

     গ. তথ্য ও প্রযুক্তিগত সহায়তা

     ঘ. পণ্য বাজারজাতকরণে সহায়তা

১৪।  বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কয়টি?

     ক. ২টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৮টি

১৫।  বাংলাদেশে বলবৎ শ্রম আইন কত সালের?

     ক. ১৯৬৫    খ. ১৯৬৯

     গ. ২০০২    ঘ. ২০০৬

১৬।  নিচের কোন প্রতিষ্ঠানটি পণ্যের প্রতীক নিবন্ধীকরণের দায়িত্ব পালন করে?

     ক. বিএসটিআই খ. বিসিক

     গ. বিটাক    ঘ. আইসিবি

১৭।  হিসাবের নির্ভুলতা যাচাইয়ের জন্য কোনটি প্রস্তুত করা হয়?

     ক. নগদান বই খ. রেওয়ামিল

     গ. খতিয়ান   ঘ. চূড়ান্ত হিসাব

১৮।  কোন পর্যায়ে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়?

     ক. মূল্যায়ন  

     খ. প্রাক-নির্বাচনী

     গ. প্রকল্প প্রণয়ন   

     ঘ. প্রকল্প চিহ্নিতকরণ

১৯।  ব্যবসায়ের প্রধান উপাদান কী?

     ক. পণ্য     খ. শ্রম

     গ. ভূমি     ঘ. মূলধন

২০।  উদ্যোক্তাকে প্রতিনিধি বলা হয়, কারণ তিনি—

     ক. শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন

     খ. উদ্যোগ গ্রহণ করেন

     গ. শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করেন

     ঘ. উত্পাদনের উপকরণগুলো একত্র করেন

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. খ

৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ

১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ঘ


মন্তব্য