kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


বহু নির্বাচনী প্রশ্ন

এইচএসসি : ভূগোল দ্বিতীয় পত্র

হাজেরা বেগম, প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী   

২ মার্চ, ২০১৬ ০০:০০১।    মেরুদেশীয় অভিক্ষেপে মানচিত্র আঁকা সুবিধাজনক—

     i. অ্যান্টার্কটিকার

     ii. গ্রিনল্যান্ডের

     iii. সাইবেরিয়ার

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii       

খ. i ও iii

     গ. ii ও iii 

ঘ. i, ii ও iii

২।

   কখন থেকে বাংলাদেশে জিআইএস কার্যক্রম শুরু হয়?

     ক. ১৯৯০ সালে    

খ. ১৯৯৫ সালে

     গ. ২০০০ সালে    

ঘ. ২০০৮ সালে

৩।    কোন কাঁচামালের অভাবে বাংলাদেশে সিমেন্ট শিল্প হুমকির মুখে?

     ক. কয়লা

     খ. প্রাকৃতিক গ্যাস

     গ. চুনাপাথর

     ঘ. সিলিকা বালি

৪।    ওপেক (ঙচঊঈ) কত সালে গঠিত হয়?

     ক. ১৯৪৭    খ. ১৯৫৫

     গ. ১৯৫৭    ঘ. ১৯৬০

৫।    পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার প্রত্যক্ষ ফলাফল

     i. গ্রিনহাউস প্রতিক্রিয়া

     ii. পাহাড় ও ভূমিধস বৃদ্ধি

     iii. মানুষের সংক্রামক রোগ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  

খ. i ও iii

     গ. ii ও iii 

ঘ. i, ii ও iii

৬।    ধানের আধার (জরপব নড়ষি) বলা হয় কোন প্রদেশকে?

     ক. হুনান

     খ. হোয়াংহো

     গ. ইয়াং সিকিয়াং

     ঘ. সেচুয়ান অববাহিকা

৭।    প্রাকৃতিক গ্যাস কোন ধরনের প্রাকৃতিক সম্পদ?

     ক. নবায়নযোগ্য

খ. অনবায়নযোগ্য

     গ. অসীম   

ঘ. অব্যবহূত

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. ক ৩. গ ৪. ঘ ৫. ঘ

৬. ক ৭. খ


মন্তব্য