kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আল এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট, পাবলিক স্কুল, ঢাকা   

২ মার্চ, ২০১৬ ০০:০০প্রথম অধ্যায়

সমাজের কথা

 

১।   আদিম মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করা শুরু করেছিল যে কারণে—

     i. আহারের জন্য    

ii. বাসস্থানের জন্য

     iii. নিরাপত্তার জন্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২।   সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান?

     ক. ২টি খ. ৩টি

     গ. ৪টি ঘ. ৫টি

৩।   কোনটি সমাজ গঠনের প্রথম ধাপ?

     ক. গোত্র     খ. পরিবার

     গ. সম্প্রদায়   ঘ. গোষ্ঠী

৪।   মিসরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

     ক. সিন্ধু    

খ. টেমস্

     গ. নীল    

ঘ. টাইগ্রিস ও ইউফ্রেটিস

৫।   কিসের জন্য সিলেট বিখ্যাত?

     ক. খেজুর গুড়ের জন্য

খ. মণ্ডার জন্য

     গ. চমচমের জন্য   

ঘ. শীতল পাটির জন্য

৬।   প্রকৃতির মূল উপাদান কয়টি?

     ক. ৪টি খ. ৫টি

     গ. ৬টি ঘ. ৮টি

৭।   ঢাকা শহরের কত ভাগ শিশু শ্বাসকষ্টে ভোগে?

     ক. ১৫ ভাগ  খ. ২০ ভাগ

     গ. ২৫ ভাগ  ঘ. ৩০ ভাগ

৮।   পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের করণীয় হলো—

     i. গাছ লাগানো

     ii. লোকালয়ের কাছে শিল্পকারখানা গড়ে তোলা

     iii. বর্জ্য যথাস্থানে ফেলা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  

খ. i ও iii

     গ. ii ও iii 

ঘ. i, ii ও iii

৯।   সমাজের পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক. ২ ভাগে   খ. ৪ ভাগে

     গ. ৬ ভাগে   ঘ. ৮ ভাগে

১০।  আদিম সমাজের প্রধান কাজ ছিল—

     i. ফলমূল সংগ্রহ    

ii. মত্স্য শিকার

     iii. পশুপাখি শিকার

     নিচের কোনটি সঠিক?

     ক. i  খ. i ও ii

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

     ছকটি লক্ষ করো এবং ১১ ও ১২ নম্বর  প্রশ্নের উত্তর দাও :

১১।  প্রশ্নবোধক (?) চিহ্নিত স্তরটিতে সমাজ বিকাশের কোন স্তরটি হবে?

     ক. কৃষিভিত্তিক সমাজ

     খ. পশুপালনকারী সমাজ

     গ. শিল্পভিত্তিক সমাজ

     ঘ. শিল্প-বিপ্লব পরবর্তী সমাজ

১২।  উক্ত সমাজ  সম্পর্কে সঠিক তথ্য হলো—

     i. এই সমাজের বিকাশ ঘটে ১২,০০০ বছরের আগে

     ii. বিনিময় প্রথা এ সমাজে আবিষ্কৃত হয়

     iii. এ সমাজে এক বিশেষ ভৌগোলিক পরিবেশ গড়ে ওঠে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ

৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ


মন্তব্য