kalerkantho


স্বাস্থ্যচিত্র

শিশুর দাঁতে ক্যারিজ

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দাঁতের সুস্বাস্থ্যের জন্য শিশু বয়স খুব গুরুত্বপূর্ণ। শিশু বয়সে দুধদাঁত থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো পড়ে গিয়ে নতুন ও স্থায়ী দাঁত গজায়। কিন্তু দুধদাঁতগুলো যদি আগে থেকেই ক্ষতিগ্রস্ত থাকে, ক্যারিজ বা ক্ষয়রোগ হয় বা সময়ের আগেই ফেলে দিতে হয়, তাহলে স্থায়ী দাঁতেরও অনেক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। দাঁতের স্বাস্থ্য ভালো না থাকলে শারীরিক বৃদ্ধিও বাধাপ্রাপ্ত হয়।

 

দাঁতে খাদ্যকণা জমে, তা পচে এসিড তৈরি হয়ে ধীরে ধীরে ক্যারিজ বা ক্ষয়রোগ হয়ে দাঁতে গর্ত হয়ে যায়।

 

 মন্তব্য