kalerkantho

● ছবির ঢাকা

ঈদ মেলা

উনিশ শতকের প্রথম দিকে

রিদওয়ান আক্রাম   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ঈদ মেলা

উনিশ শতকের প্রথমার্ধে আলম মুসাওয়ার নামের এক শিল্পী বা একদল শিল্পী ঢাকার ঈদের মিছিলের সিরিজ ছবি এঁকেছিলেন। সেসব ছবির একটি এটি। সে সময়ের ঈদের বিনোদনের অন্যতম অংশ ছিল মেলা। তাতে ঢাকার সব শ্রেণি-পেশার এবং সব ধর্মের মানুষ অংশ নিত। ফলে বলা যায়, এই মেলাগুলো এক ধরনের সর্বজনীন রূপ নিত। এসব মেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে খেলনা ও খাদ্যবস্তু বিক্রি হতো। ছবিতে তারই প্রমাণ পাওয়া যায়। মন্তব্য