kalerkantho


আমাদের সমাজ এখনো অভ্যস্ত নয় নারীকে একা থাকতে দেখায়

ড. মাহবুবা নাসরীন, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৫ মার্চ, ২০১৭ ০০:০০আমাদের সমাজ এখনো অভ্যস্ত নয় নারীকে একা থাকতে দেখায়

আমাদের সমাজের ধারাটিই এমন হয়ে গেছে, একজন নারী পড়াশোনা শেষ করে বিয়ে করবেন, কর্মক্ষেত্র থাকলে তা মেনে চলবেন এবং সংসার করবেন। এর মধ্যে যদি কোনো নারী একা থাকেন, সেটাই সমাজের চোখে একটি নেতিবাচক বিষয় হয়ে ওঠে। কিন্তু কেউ তো ইচ্ছা করে আর একা থাকেন না। হয়তো তিনি সঠিক জীবনসঙ্গীটি পাননি। কিংবা সংসার শুরু করার পর তিনি বাধ্য হয়েছেন কিংবা বাধ্য করা হয়েছে তাঁকে সংসার থেকে বের হয়ে আসতে। সেই নারী যাবেন কোথায়? একা থাকা ছাড়া আসলে কোনো নারীর তেমন কোনো উপায় থাকে না। তাই তাঁরা বাধ্য হন একা থাকতে। আমাদের সমাজ এখনো অভ্যস্ত নয় নারীকে একা থাকতে দেখায়। সমাজবদলের ধাপে ধাপে একসময় হয়তো মানুষ অভ্যস্ত হয়ে যাবে।’

 মন্তব্য