kalerkantho

প্যারিসে মধ্যাহ্নভোজ

বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ফ্রান্স সফরে আছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। সেখানে আয়োজিত এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্সকে উদ্ধৃত করে গতকাল সোমবার বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সারা স্যান্ডার্স বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারি বাসভবন এলিসি প্রাসাদে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানেই পুতিন, অ্যাঙ্গেলা মার্কেল, ম্যাখোঁর সঙ্গে আইএনএফ (পরমাণু চুক্তি), সিরিয়া, সৌদি আরব, আফগানিস্তান, চায়না, উত্তর কোরিয়াসহ বাণিজ্য ও বিভিন্ন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।’ তিনি আরো বলেন, রাষ্ট্রপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত দুই ঘণ্টার ওই আলোচনা খুবই সফলভাবে শেষ হয়। সূত্র : সিএনএন।

 

 

মন্তব্য