kalerkantho

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিহত ৯

কালের কণ্ঠ ডেস্ক   

১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিহত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বৃহস্পতিবার ভয়াবহ দাবানলের গ্রাসে পড়ে যাওয়া প্যারাডাইস এলাকার একটি বাড়ি রক্ষায় অগ্নিনির্বাপককর্মীদের প্রাণপণ চেষ্টায় কোনো লাভ হয়নি। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে শুরু করায় সেখানকার কয়েক লাখ মানুষকে গতকাল শনিবার নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের কারণে হুমকির মধ্যে পড়েছে অবকাশযাপনকেন্দ্র মালিবু শহরটি। এখানে অনেক হলিউড অভিনেতার বাড়ি রয়েছে। এদিকে দুর্গত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করে প্রয়োজনীয় সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর।

দমকল বিভাগ শুক্রবার জানায়, বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ‘ক্যাম্প ফায়ার’ নামের দাবানল বাতাসের গতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। এতে ৯০ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দাবানলের কারণে অঙ্গরাজ্যটির বাট কাউন্টির উত্তরাঞ্চলীয় শহর প্যারাডাইসে ছয় হাজার ৭০০ বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার পাশাপাশি সেখানে মারা গেছে ৯ জন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘উলসি ফায়ার’ ও হিল ফায়ার’ নামে আরো দুটি দাবানলের সৃষ্টি হয়েছে। সূত্র : এএফপি, বিবিসি।

মন্তব্য