kalerkantho


মেরিল্যান্ডে গুলিতে ‘তিনজন নিহত’

কালের কণ্ঠ ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হামলা হয়। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।

বার্তা সংস্থা এপিসহ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে এবং হামলাকারী একজন নারী।  তার নাম-পরিচয় জানা যায়নি। বিবিসি জানায়, ঘটনাটি ঘটেছে হারফোর্ড কাউন্টির পেরিম্যান এলাকায় একটি ওষুধ বিতরণকেন্দ্রে। পেরিম্যান এলাকাটি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অন্যতম শহর বাল্টিমোর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। হারফোর্ড কাউন্টির কর্মকর্তা জেফরি গালার বলেন, ‘হামলাকারী আটক হয়েছে। আশা করি আর ঝুঁকি নেই।’ সূত্র : বিবিসি।

 মন্তব্য