kalerkantho


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নামছেন ওবামা

কালের কণ্ঠ ডেস্ক   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নামছেন ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নামছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামীকাল শনিবার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া সফরের মধ্য দিয়ে তাঁর এই দেশব্যাপী কর্মসূচি শুরু হবে।

ওবামার কার্যালয় জানিয়েছে, ওই অঙ্গরাজ্যে কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের ৫৩টি আসন আছে। এর মধ্যে সাতটি আসনের ডেমোক্রেটিক প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন দুবারের সফল প্রেসিডেন্ট ওবামা। এই অঙ্গরাজ্যের ২৩টি আসনে জয়ের আশা করছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ চায় তাঁরা।

ওবামা যে সাতটি আসনে প্রচার চালাবেন, সেগুলো বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। তবে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ওই সব এলাকায় ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ভালো ফল করেছিলেন।

ওবামার কার্যালয় জানিয়েছে, ওবামার সফর সূচির মধ্যে ওহাইও, পেনসিলভানিয়া ও ইলিনয় অঙ্গরাজ্যও আছে। এসব রাজ্যে ২০০৮ ও ২০১২ সালে তিনি জয় পান।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক বচসা থেকে বিরত থাকার চেষ্টা করেছেন ওবামা। সূত্র : রয়টার্স।মন্তব্য