kalerkantho


সৌদিতে ধর্মীয় নেতা আওদার বিচার শুরু

মৃত্যুদণ্ড চাইলেন আইনজীবীরা

কালের কণ্ঠ ডেস্ক   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সৌদি আরবের প্রভাবশালী ধর্মীয় নেতা সালমান আল আওদার মৃত্যুদণ্ড চেয়েছেন সরকারি আইনজীবীরা। আইনজীবীরা গতকাল মঙ্গলবার তাঁর বিচারের শুরুতেই এ দাবি জানান।

এক বছর আগে আটক হওয়া আওদার বিরুদ্ধে মামলার প্রথম শুনানি ছিল গতকাল। সরকার সমর্থিত সংবাদপত্র ওকাজ এবং সরকার ঘনিষ্ঠ অন্যান্য সংবাদপত্র জানিয়েছে, আওদার বিরুদ্ধে ৩৭টি অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করায় ২০১৭ সালে সেপ্টেম্বরে আওদাকে আটক করা হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যের গবেষক অ্যাডাম গুগল টুইটারে জানিয়েছেন, ‘ধর্মীয় নেতা সালমান আল আওদার বিরুদ্ধে সৌদি আরবের কৌঁসুলিরা মৃত্যুদণ্ড দাবি করেছেন।’ তিনি আরো বলেন, ‘সেখানে কী ধরনের দমন-পীড়ন চলছে এই ধরনের মামলায় মৃত্যুদণ্ড দাবি করায় তা প্রমাণিত হচ্ছে।’ সূত্র : এএফপি।মন্তব্য