kalerkantho


জাপানে টাইফুন জেবির আঘাত নিহত ৩

কালের কণ্ঠ ডেস্ক   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন জেবি গতকাল মঙ্গলবার বিকেলে আঘাত হেনেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় তিনজন নিহত ও প্রায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এদিকে সমুদ্রের পানি উঠে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু অংশকে প্লাবিত করায় শহরটির সঙ্গে বিভিন্ন এলাকায় আকাশপথে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।

স্থানীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, গতকাল বিকেলে ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে জাপানের পশ্চিমাঞ্চলীয় এলাকায় আঘাত হানে জেবি। এতে শিঙ্গা প্রশাসনিক এলাকায় তিনজন নিহত হয়েছে। যাদের মধ্যে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে মারা যান। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে ১৪৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ঝড়ের প্রভাবে বাড়িঘরের ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক উল্টে গেছে। কানসাই বিমানবন্দরে আটকা পড়ে প্রায় তিন হাজার মানুষ। সূত্র : এএফপি।মন্তব্য