kalerkantho


এডেন উপসাগর থেকে এক হাজার কালাশনিকভ রাইফেল উদ্ধার

কালের কণ্ঠ ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এডেন উপসাগর থেকে এক হাজারের বেশি কালাশনিকভ রাইফেল উদ্ধার করেছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর জানায়, চোরাচালানের সময় গত মঙ্গলবার ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ওই অঞ্চলে অবস্থানরত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরি ইউএসএস জেসন ডানহাম এই প্রথম ইয়েমেনগামী এ অস্ত্রের চালান জব্দ করল।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোমবার ওই উপসাগরে একটি জাহাজ ও নৌকা পাশাপাশি অবস্থান করছিল। কয়েকজন ব্যক্তি জাহাজ থেকে বড় বড় বাক্স নৌকায় ফেলছে।

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর জানিয়েছে, গত মঙ্গলবার নৌকা থেকে বাক্সবন্দি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্লাস্টিকে মোড়ানো রাইফেলগুলোর ছবিও প্রকাশ করা হয়েছে। অস্ত্র চালানে জড়িত দুটি নৌযানের আরোহীদের ইয়েমেনি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : এপি।মন্তব্য