kalerkantho


‘উনকে মনে রাখবে বিশ্ব’

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ জুন, ২০১৮ ০০:০০যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মুন বলেন, একজন নেতা হিসেবে সমগ্র পৃথিবী উনকে ‘সব সময় মনে রাখবে, বিশেষ করে তিনি সাহসী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইতিহাস তৈরি করলেন।’ তিনি আরো বলেন, ‘ট্রাম্প ও উনের মধ্যে আলোচনার মাধ্যমে ‘আজকে যে চুক্তিটি স্বাক্ষরিত হলো তার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাব।’ সূত্র : এএফপি।

 

 মন্তব্য