kalerkantho


ছাগল বেচে টয়লেট নির্মাণ

নারী দিবসে মোদির স্মরণে ‘প্রেরণাদায়ী’ কুনওয়ারা বাই

কালের কণ্ঠ ডেস্ক   

৯ মার্চ, ২০১৮ ০০:০০আন্তর্জাতিক নারী দিবসে এমন এক নারীর কথা জানান দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যে নারী এ নেতার স্বচ্ছ ভারত অভিযান অব্যাহত রাখার অন্যতম এক প্রেরণা। গতকাল বৃহস্পতিবার টুইটারে প্রয়াত কুনওয়ার বাইর কথা তুলে ধরে তিনি সবার উদ্দেশে বলেন, ‘সেই নারীদের কথা লিখুন, যাঁরা আপনাদের অনুপ্রাণিত করেছেন।’

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা ছিলেন কুনওয়ার বাই। এ বছরের শুরুতে ১০৬ বছর বয়সে মারা যান এ নারী। প্রধানমন্ত্রী মোদি যে কারণে নারী দিবসে তাঁকে স্মরণ করেছেন, সেটা হলো তিনি তাঁর ছাগল বিক্রির অর্থে একটি শৌচাগার নির্মাণ করে গেছেন এবং সেটা ছিল তাঁর গ্রামের প্রথম শৌচাগার। তাতে খরচ হয় ২২ হাজার রুপি, সময় লাগে ১৫ দিন।

কুনওয়ার বাইর সেই অবদান মনে রেখে প্রধানমন্ত্রী মোদি গতকাল টুইট বার্তায় লেখেন, ‘স্বচ্ছ ভারত অভিযানে তাঁর অবদান কখনো ভোলার নয়। তাঁর মহৎ উদ্যোগে আমি ভীষণ অনুপ্রাণিত। ছত্তিশগড়ে আমার সফরকালে কুনওয়ার বাইর আশীর্বাদ নেওয়ার যে সুযোগ আমার হয়েছিল, সেটা আমি সব সময় সযত্নে মনে রাখব।’ প্রধানমন্ত্রী টুইটে আরো লেখেন, ‘যারা কায়মনোবাক্যে বাপুর (মহাত্মা গান্ধী) পরিচ্ছন্ন ভারত গড়ার স্বপ্ন পূরণ করতে চায়, তাদের হৃদয়ে ও মনে তিনি বেঁচে আছেন।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।মন্তব্য