kalerkantho


পাকিস্তান সিনেটে প্রথম দলিত নারী

কালের কণ্ঠ ডেস্ক   

৫ মার্চ, ২০১৮ ০০:০০পাকিস্তান সিনেটে প্রথম দলিত নারী

প্রথমবারের মতো একজন হিন্দু নারী পাকিস্তানের সিনেটর নির্বাচিত হয়েছেন। মুসলিমপ্রধান দেশটিতে কৃষ্ণা কুমারী কোহলি নামের এই নিম্নবর্গের নারীর সিনেটর হওয়া একই সঙ্গে নারীর ক্ষমতায়ন এবং সংখ্যালঘুদের অধিকার আদায়ের পথে অসাধারণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কোহলি গতকাল রবিবার এএফপিকে বলেন, ‘আমি গর্বিত। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতি কৃতজ্ঞ।’ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

পাকিস্তানের ২০ কোটি মানুষের মধ্যে সনাতন ধর্মাবলম্বীর হার ২ শতাংশ। দেশটিতে এরা তীব্র অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের স্বীকার। ৩৯ বছর বয়সী কৃষ্ণার জন্ম  গরিব চাষি পরিবারে। সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত কৃষ্ণা ও তার ভাই ছাত্রজীবনেই সমাজকর্মী হিসেবে পিপিপিতে যোগ দেন। সূত্র : এএফপি।মন্তব্য