kalerkantho


সাইবেরীয় আবহাওয়ার প্রভাবে অন্তত ২৪ জনের মৃত্যু

১ মার্চ, ২০১৮ ০০:০০সাইবেরীয় আবহাওয়ার প্রভাবে অন্তত ২৪ জনের মৃত্যু

আলবেনিয়ার রাজধানী তিরানার পার্শ্ববর্তী তেফেল গ্রামে গতকাল প্রবল তুষারপাতের মধ্যে নিজের ঘোড়া নিয়ে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি। ইউরোপজুড়ে সাইবেরীয় আবহাওয়ার প্রভাবে গত কয়েক দিনে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।             ছবি : কালের কণ্ঠমন্তব্য