kalerkantho


গুপ্তচরবৃত্তির অভিযোগ

ফিলিস্তিনি যুবককে হত্যা করল পরিবার

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ইসরায়েলের গুপ্তচরবৃত্তির কারণে ফিলিস্তিনি এক যুবককে হত্যা করেছে তার পরিবার। আহমেদ সাইদ বারহৌম নামের ওই যুবকের দেওয়া তথ্য নিয়ে চালানো ইসরায়েলি হামলায় হামাসের তিন সদস্য নিহত হয়। গত শুক্রবার হামাস নিয়ন্ত্রণাধীন গাজা উপতক্যায় এই দণ্ড কার্যকর হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ২০১৪ সালে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হলে সাইদ বারহৌম ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির কাজ শুরু করে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইহুদি দেশটি হামাসের একটি অবস্থানে বিমান হামলা চালালে সংগঠনটির সদস্য, তার চাচাতো ভাই মোহাম্মদ বারহৌমসহ মিলিশিয়া বিভাগের তিন সদস্য নিহত হয়। পরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয় তাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিনা বিচারে বেশ কয়েক মাস ধরেই হামাসের হাতে আটক ছিল সাইদ বারহৌম। গত শুক্রবার তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে ইসলামপন্থী সংগঠনটি। এর কিছু সময় পরই উপতক্যাটির রাফা এলাকায় সাইদ বারহৌমকে গুলি করে হত্যা করে পরিবারের সদস্যরা। সূত্র : এএফপি।মন্তব্য